West Bengal Government Jobs: পুরসভায় অবসরপ্রাপ্তদের মোটা মাইনের চাকরি, ওয়াক ইন ইন্টারভিউ ১৯ তারিখ, Link রইল

Bidhannagar Municipal Corporation Recruitment: রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, পেনশন বাদ দিয়ে অবসর নেওয়ার সময় যে শেষ বেতন ছিল, সেই একই বেতন দেওয়া হবে। আবেদনের জন্য https://bmcwbgov.in/ লিঙ্কে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

Advertisement
পুরসভায় অবসরপ্রাপ্তদের মোটা মাইনের চাকরি, ওয়াক ইন ইন্টারভিউ ১৯ তারিখ, Link রইলবিধাননগর পুরনিগমে অবসরপ্রাপ্তদের নিয়োগ
হাইলাইটস
  • পরীক্ষায় বসার প্রয়োজন নেই
  • কবে হবে ওয়াক ইন ইন্টারভিউ?
  • শূন্যপদের সংখ্যা ও যোগ্যতা 

আপনি কি অবসরপ্রাপ্ত? রিটায়ার করে বাড়িতে বসে আছেন? যদি অবসরের পরেও মোটা অঙ্কের বেতনের চাকরি করতে চান, তাহলে বিধাননগর পুরনিগমে বড় সুযোগ রয়েছে। পরীক্ষাতেও বসতে হবে না। স্রেফ ওয়াক-ইন ইন্টারভিউতে পাশ করলেই নিয়োগ।

বিধাননগর পুরনিগম একবছরের মেয়াদে চুক্তিবিত্তিক অফিসার অন ডিউটি পদে নিয়োগ করছে। পুরনিগমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তিভিত্তিক এক বছরের মেয়াদে অফিসার অন ডিউটি পদে নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ ফুরোলে কাজে মান বুঝে মেয়াদ বাড়ানো হতে পারে অথবা শেষ হবে। 

পরীক্ষায় বসার প্রয়োজন নেই

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদে অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। কোনও রকম লিখিত পরীক্ষায় বসতে হবে না। ওয়াক ইন ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউতে পাশ করলেই নিয়োগ। 

নিয়োগের বিজ্ঞপ্তি
নিয়োগের বিজ্ঞপ্তি

কবে হবে ওয়াক ইন ইন্টারভিউ?

আগামী ১৯ সেপ্টেম্বর ওয়াক ইন ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ হবে সল্টলেকের সেক্টর ৩ তে পুরভবনের পাঁচ তলায় কনফারেন্স হলে। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইন্টারভিউ চলবে। আবেদনকারীদের সিভি ও প্রয়োজনীয় নথি সঙ্গে রাখতে হবে। 

শূন্যপদের সংখ্যা ও যোগ্যতা 

মোট দুটি শূন্যপদে নিয়োগ করা হবে। অফিসার অন ডিউটি (OSD-I) পদে নিয়োগের জন্য আবেদনকারীকে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক হতে হবে। অফিসার অন ডিউটি (OSD-II) পদে নিয়োগের জন্যও আবেদনকারীকে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক হওয়ার পাশাপাশি রেভিনিউ অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই চাকরিতে আবেদনের জন্য বয়সসীমা হতে হবে ৬৩ বছর বা তার কম হতে হবে। 

রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, পেনশন বাদ দিয়ে অবসর নেওয়ার সময় যে শেষ বেতন ছিল, সেই একই বেতন দেওয়া হবে। আবেদনের জন্য https://bmcwbgov.in/ লিঙ্কে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। 

POST A COMMENT
Advertisement