scorecardresearch
 

Bikaner Express Accident : মর্মান্তিক দুর্ঘটনায় উদ্বেগ-ট্যুইট মমতার, রইল হেল্পলাইন নম্বরগুলি

Bikaner Express Accident : উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ট্যুইট করে তিনি বলেন, ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে গভীরভাবে উদ্বিগ্ন। রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিএম/এসপি/আইজি উত্তরবঙ্গ উদ্ধার ও ত্রাণ তদারকি করছেন। আহতদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা সেবা দেওয়া হবে।

Advertisement
দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মমতা দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মমতা
হাইলাইটস
  • দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মমতা
  • কথা প্রধানমন্ত্রীর সঙ্গে
  • এক নজরে হেল্পলাইনগুলি

উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ট্যুইট করে তিনি বলেন, ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে গভীরভাবে উদ্বিগ্ন। রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিএম/এসপি/আইজি উত্তরবঙ্গ উদ্ধার ও ত্রাণ তদারকি করছেন। আহতদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা সেবা দেওয়া হবে।

 

স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্থ আপ নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বিকানের এক্সপ্রেসের ৪-৫টি কামরা সম্পূর্ণ দুমড়েমুচড়ে গিয়েছে। জোরকদমে চালানো হচ্ছে উদ্ধারকার্য। নামানো হয়েছে এনডিআরএফ টিমকেও। ইতিমধ্যে বেশ কিছু হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে।  নিউ জলপাইগুড়ি স্টেশনের কন্ট্রোল রুমের নম্বর 9002041951। 

একনজরে হেল্প লাইন নম্বরগুলি

নিউ জলপাইগুড়ি স্টেশনের কন্ট্রোল রুমের নম্বর 9002041951
Rly : 050 34666
BSNL : 03564 255190
Danapur- 06115-232398/   07759070004
Pt Deen Dayal Upadhyaya Jn- 02773677/ 05412-253232
Sonpur - 06158-221645
Naugachia- 8252912018
Barauni- 8252912043
Khagaria -8252912030

ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে  ২০ জন পুলিশ কর্মী রওনা হয়েছেন ঘটনাস্থলে। এছাড়াও চারটি অ্যাম্বুলেন্স রওনা হয়েছে৷ উদ্ধারকারী সামগ্রী নিয়ে রওনা হয়েছে কোচবিহার পুলিশ।

দুর্ঘটনার পরে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনার পরে ট্যুইট করে সমবেদনা জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

 

Advertisement

জোরকদমে উদ্ধার চলছে

দুর্ঘটনার পরেই রেলওয়ে পুলিশ প্রশাসনসহ জেলার শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। ঘটনাস্থলে এসেছে এনডিআরএফও। এর পাশাপাশি প্রচুর অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য ৩০-৪০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং শিলিগুড়ি থেকে উদ্ধারকারী ত্রাণ ট্রেনও পাঠানো হচ্ছে।উত্তরবঙ্গের মেডিকেল কলেজগুলোকে সতর্ক করা হয়েছে। সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৪০ জন আহতের কথা জানা গিয়েছে। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। বিষয়টির উপর নজর রাখতে নবান্ন। 

Advertisement