Bird flu: আবার বার্ড ফ্লু ছড়াচ্ছে? কলকাতা পুরসভার গাইডলাইন জারি

অন্ধ্রপ্রদেশ থেকে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবরে দেশজুড়ে সতর্কতা দেখা গেলেও, কলকাতায় আতঙ্কের কারণ নেই বলে আশ্বস্ত করল কলকাতা পুরসভা। যদিও নজরদারি চালানো হচ্ছে, তবে সতর্কতা অবলম্বনের মতো পরিস্থিতি এখনও আসেনি, এমনটাই জানিয়েছে পুর প্রশাসন।

Advertisement
আবার বার্ড ফ্লু ছড়াচ্ছে? কলকাতা পুরসভার গাইডলাইন জারি
হাইলাইটস
  • অন্ধ্রপ্রদেশ থেকে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবরে দেশজুড়ে সতর্কতা দেখা গেলেও, কলকাতায় আতঙ্কের কারণ নেই বলে আশ্বস্ত করল কলকাতা পুরসভা।
  • যদিও নজরদারি চালানো হচ্ছে, তবে সতর্কতা অবলম্বনের মতো পরিস্থিতি এখনও আসেনি, এমনটাই জানিয়েছে পুর প্রশাসন।

অন্ধ্রপ্রদেশ থেকে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবরে দেশজুড়ে সতর্কতা দেখা গেলেও, কলকাতায় আতঙ্কের কারণ নেই বলে আশ্বস্ত করল কলকাতা পুরসভা। যদিও নজরদারি চালানো হচ্ছে, তবে সতর্কতা অবলম্বনের মতো পরিস্থিতি এখনও আসেনি, এমনটাই জানিয়েছে পুর প্রশাসন।

ডিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা, তবে কলকাতায় স্বস্তি
অন্ধ্রপ্রদেশের তিন জেলা থেকে ডিম ও মুরগি আমদানি আগামী তিন মাসের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্যের পশু পালন দফতর। কারণ, দক্ষিণ ভারতের এই রাজ্য থেকে বাংলায় বিপুল পরিমাণ মুরগি ও ডিম আসে। ফলে প্রাথমিকভাবে আতঙ্ক তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। তবে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, এখনও শহরে কোনও বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়নি।

পুরসভার অবস্থান ও প্রশাসনিক তৎপরতা
কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী জানিয়েছেন:
 শহরের ১৪৪টি ওয়ার্ডেই নজরদারি চলছে।
স্বাস্থ্য দফতর থেকে কোনও সতর্কতা নির্দেশিকা না আসা পর্যন্ত কড়া ব্যবস্থা নেওয়া হবে না।
মুরগি ও ডিমের আমদানিতে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়েনি, তবে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে অন্ধ্রপ্রদেশ থেকে আমদানি বন্ধ রেখেছেন।

বার্ড ফ্লু: কীভাবে ছড়ায়? কীভাবে রক্ষা পাওয়া যায়?
বিশেষজ্ঞদের মতে:
বার্ড ফ্লু মূলত পাখিদের মধ্যে ছড়ানো ভাইরাস।
আক্রান্ত মুরগি বা ডিমের মাধ্যমে মানুষের শরীরে সংক্রমণ হতে পারে।
তবে সঠিকভাবে রান্না করলে সংক্রমণের ঝুঁকি থাকে না।

সাধারণ মানুষের জন্য সতর্কতামূলক পরামর্শ:
ডিম ও মুরগি ভালভাবে সিদ্ধ বা রান্না করুন।
কাঁচা মাংস বা ডিম ছোঁয়ার পর হাত ধুতে ভুলবেন না।
অসুস্থ পাখি বা মুরগি দেখলে স্থানীয় প্রশাসনকে জানান।

আতঙ্কের চেয়ে সতর্ক থাকুন—এটাই বলছে কলকাতা পুরসভা। পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয়, তবে প্রশাসন সবদিক থেকে নজর রাখছে। প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। সাধারণ মানুষেরও সচেতন থাকা ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

POST A COMMENT
Advertisement