সাউথ ক্যালকাটা ল'কলেজ গণধর্ষণ কাণ্ডে এবার নয়া বিতর্ক। BJP IT সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ তুলেছেন ঘটনায় অন্যতম অভিযুক্ত জইব আহমেদের কলেজে ভর্তি নিয়ে।
সোমবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে অমিত মালব্য অভিযোগ তোলেন, 'কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত সাউথ ক্যালকাটা ল'কলেজের পড়ুয়া জইব আহমেদ। CULET-UG 2024 ল'এন্ট্রান্স পরীক্ষায় মাত্র ২৬৩৪ ব়্যাঙ্ক করেছিল সে। তা সত্ত্বেও সে এই কলেজে ভর্তির সুযোগ পায়। অথচ তার থেকে বেশি মেধাবী, বেশি নম্বর প্রাপ্ত আইনরক্ষাকারী পড়ুয়ারা সুযোগ পাননি ভর্তি হওয়ার।'
অমিত মালব্যর প্রশ্ন, 'গৌরবের এই কলেজে কীভাবে ভর্তির সুযোগ পেল জইব আহমেদ? কে তাকে রক্ষা করছে? আমাদের উত্তর চাই। অবিলম্বে এই প্রশ্নের জবাব চাই।'
বাংলার শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করে অমিত মালব্য বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় স্বাগত। এখানে আইনের শাসন কৌতুকে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানগুলি ধারাবাহিক ভাবে ভাঙা হয়েছে। ক্রিমনালকে সুরক্ষা দেওয়া হচ্ছে রাজনৈতিক কানেকশনের উপর ভিত্তি করে।'
উল্লেখ্য, কসবা গণধর্ষণ কাণ্ডে বাকি দুই অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং প্রমিত মুখোপাধ্যায়ের পাশাপাশি গ্রেফতার হয়েছে জইব আহমেদও। তপসিয়ার বাসিন্দা জইব বর্তমানে সাউথ ক্যালকাটা ল'কলেজের প্রথম বর্ষের ছাত্র। বয়স ১৯/২০ বছর মাত্র।
দুই শাগরেদের কাছে মনোজিতের নির্দেশ ছিল, 'সব ভিডিও উড়িয়ে দে'। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে মনোজিৎ, জইব ও প্রমিতকে।
কসবা কাণ্ডে পুলিশের হাতে এসেছে সাউথ ক্যালকাটা ল'কলেজের সাড়ে ৭ ঘণ্টার CCTV ফুটেজ। ফুটেজে দেখা গিয়েছে, রাতে আতঙ্কিত অবস্থায় গেটের কাছে আসছেন নির্যাতিতা। গেটে তালা দেখে তিনি অসহায় হয়ে পড়ছেন। তখন দুই অভিযুক্ত তাঁকে জোর করে টানতে টানতে নিয়ে যাচ্ছে গার্ড-রুমের দিকে। আর সেখানেই ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। ঘটনার মুহূর্তের বেশ কিছু আপত্তিকর ভিডিও উদ্ধার করেছেন তদন্তকারীরা। মনোজিতের নির্দেশে ওই ভিডিওগুলি তুলেছিলেন জইব ও প্রমিত, অভিযোগ এমনটাই।