BJP-র রাজ্য সভাপতি কে? আজকালের মধ্যেই সম্ভবত ঘোষণা, যাঁদের নাম নিয়ে চর্চা...

BJP-র রাজ্য সভাপতির মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। ভোটাভুটি না হলে সন্ধ্যাতেই বাংলার নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে। সুকান্ত মজুমদারের পরিবর্ত হিসেবে কার কার নাম ভেসে আসছে? কী চলছে দলের অন্দরে?

Advertisement
BJP-র রাজ্য সভাপতি কে? আজকালের মধ্যেই সম্ভবত ঘোষণা, যাঁদের নাম নিয়ে চর্চা...কে হবেন BJP-র রাজ্য সভাপতি
হাইলাইটস
  • সুকান্ত মজুমদারের জায়গায় কে হবেন BJP-র রাজ্য সভাপতি?
  • ভোটাভুটি না হলে আজ সন্ধ্যাতেই নাম ঘোষণার সম্ভাবনা
  • শমীক ভট্টাচার্যকে নিয়েই সবচেয়ে বেশি জল্পনা

বুধে সব নজর গেরুয়া শিবিরে। বঙ্গ BJP-তে সুকান্ত মজমদারের জায়গায় কে আসবেন অথবা তাঁকেই ফের সভাপতি পদে রেখে দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। ভেসে আসছে একাধিক দাপুটে নেতা-নেত্রীর নামও। তার মাঝেই এদিন শুরু হবে মনোনয়ন। কার ভাগ্যে শিকে ছিঁড়তে পারে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। 

মনোনয়ন প্রক্রিয়া
উল্লেখ্য, গেরুয়া শিবিরের নিয়ম অনুসারে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে সভাপতি পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার রিটার্নিং অফিসার দীপক বর্মনের তরফে এই মর্মে ‘সংগঠন পর্ব ২০২৪’-এর নোটিফিকেশন জারি করা হয়েছে। নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। বুধবার অর্থাৎ ২ জুলাই দুপুর ২টো থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে মনোনয়ন পর্ব। ৩টি পর্যায়ে এই মনোনয়ন প্রক্রিয়ার সময় ভাগ করা হয়েছে। 

দুপুর ২টো থেকে বিকেল ৪টে: মনোনয়নপত্র জমা।
বিকেল ৪টে থেকে বিকেল ৫টা: চলবে স্ক্রুটিনি।
বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা: মনোনয়নপত্র প্রত্যাহারের সময়। 
মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা ৬টায় প্রার্থীদের নাম ঘোষণা করবে BJP। যদি একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন এবং প্রত্যাহার না করেন, তাহলে ৩ জুলাই, বৃহস্পতিবার ভোট গ্রহণ হবে। 
সেক্ষেত্রে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ১.৩০টা: ভোটগ্রহণ হবে। 

সুকান্তর বদলে অন্য কেউ?
ফলে ভোটাভুটির পর্যায়ে পৌঁছলে বঙ্গ BJP-র নতুন সভাপতির নাম ঘোষণা হতে আরও একটা দিন সময় লাগবে। স্বভাবতই কৌতূহল তৈরি হয়েছে পরবর্তী রাজ্য সভাপতির নাম এবং মনোনয়ন পর্ব নিয়ে। সভাপতি পদে কি একটাই নাম নাকি একাধিক? মনোনয়ন জমা পড়বে কার কার? এই সমস্ত কিছু নিয়েই এখন জল্পনা চলছে রাজনৈতিক মহলে। 

পদ্ম শিবিরের অন্দরে কান পাতলে শোনা যায়, পুরনো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন সদস্যদের নামও উঠে আসতে পারে। দলীয় সূত্রের খবর, সুকান্ত মজুমদারের পরিবর্ত হিসেবে বাংলার রাজ্য সভাপতি পদের জন্য বেছে নেওয়া হতে পারে রাজ্যসভার সাংসদ ও দলের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যকে। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিধায়ক অগ্নিমিত্রা পালের মতো নেতাদের নামও আলোচনায় রয়েছে। তবে দলের অধিকাংশ শমীক ভট্টাচার্যকেই এগিয়ে রাখছেন।

Advertisement

BJP-র গঠনতন্ত্র বলছে, সভাপতি পদে একজন ব্যক্তি সর্বাধিক ৬ বছর থাকতে পারেন। ২০২১ সালে সুকান্ত মজুমদার সভাপতি হিসেবে মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। যদিও তাঁর প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও কোনও বিকল্প নাম ঘোষণা করেনি দল। এরপর মোদী সরকারের তৃতীয় টার্মে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। BJP-র নিয়ম অনুযায়ী, মন্ত্রী পদে থাকলে সভাপতি পদে থাকা যায় না। এই কারণেই নতুন সভাপতির প্রয়োজনীয়তা তৈরি হয়েছে গেরুয়া শিবিরে। 

 

POST A COMMENT
Advertisement