মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা বিশ্বকাপ দল'যতবার মেয়েদের না বলা হয়েছে, স্বপ্নপূরণে বাধা দেওয়া হয়েছে, এই জয় সেই সমস্ত কিছুর জবাব...।' দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে হরমপ্রীত ব্রিগেড যখন বিশ্বকাপ হাতে নিয়ে উচ্ছ্বাসে মেতেছিলেন, কমেন্ট্রি বক্স থেকে তখন এই কথাগুলোই বলছিলেন ধারাভাষ্যকার। নেটিজেনদের পোস্টেও বারবার উঠে এসেছে মেয়েদের রাতদখলের কথা। চর্চিত হয়েছে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা, 'মহিলাদের রাতে বেরোতে দেওয়া উচিত নয়' মন্তব্যটি। সুযোগ ছাড়েনি BJP-ও। মহিলা টিমকে শুভেচ্ছা জানাতেই বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে গেরুয়া শিবির।
ঘড়ির কাঁটা তখন ১২টা পার করে গিয়েছে। মধ্যরাতে প্রোটিয়াদের ৫২ রানে বধ করে বিশ্বকাপ ঘরে তুলেছে ভারতকন্যারা। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রাত যত বেড়েছে, উৎসবের মেজাজ ততই তীব্র হয়েছে। আর সেই রাতেই বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার শুভেচ্ছাবার্তা
প্রায় রাত সোয়া ১২টা। তখন এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতকন্যাদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'উইমেন ইন ব্লু-এর বিশ্বকাপ জয় গোটা দেশকে আজ গর্বিত করেছে। গোটা টুর্নামেন্ট জুড়ে তাঁরা যেভাবে লড়াই করে এবং দাপটের সঙ্গে খেলেছে তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। তোমরা প্রমাণ করেছো, তোমরা ওয়ার্ল্ড ক্লাস। অসাধারণ, দুর্দান্ত মুহূর্ত উপহার দিয়েছো আমাদের। তোমরাই আমাদের হিরো। আরও বড় বড় সাফল্য অপেক্ষা করছে তোমাদের জন্য। আমরা সর্বদা তোমাদের পাশে আছি।' মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভেচ্ছাবার্তা মুহূর্তের মধ্যেই রাজনৈতিক তরজায় পরিণত হয়। এক্স পোস্ট হাইজ্যাক করে কটাক্ষ শুরু করে BJP।
গেরুয়া শিবিরের তোপ
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যরাতের সেই পোস্টের পাল্টা BJP-র অফিসিয়াল হ্যান্ডল থেকে লেখা হয়, 'OMG ওরা তো ১২টা পর্যন্ত খেলল, আপনি তো ওদের রাত ৮টার মধ্যে ঘরে ঢুকে যেতে বলেছিলেন। #Raat8ta #WomensWorldCup2025।'
অক্টোবর মাসে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'রাত সাড়ে ১২টায় ওই ছাত্রী বেরিয়েছিল কেন? বিশেষত মেয়েদের রাতে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে।' তাঁর এই মন্তব্য তীব্র অসন্তোষের জন্ম দেয় সর্বত্র। রাজ্যের আইনশৃঙ্খলার কথা না ভেবে মহিলাদের বাইরে বেরোতে নিষেধ করছেন খোদ মুখ্যমন্ত্রী, এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেয় বিরোধীরা।