Dilip Ghoser Biye: দিলীপের দেরিতে বিয়ে কেন? রসিকতা যারা করছে, তাদের বোঝালেন সুকান্ত

শুক্রবার বিকেলে বিয়ের পিঁড়িতে বসছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। বিয়ে করছেন দলেরই কর্মী রিঙ্কু মজুমদারকে। বৃহস্পতিবার বিয়ের খবর সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রে দিলীপ ঘোষ।

Advertisement
দিলীপের দেরিতে বিয়ে কেন? রসিকতা যারা করছে, তাদের বোঝালেন সুকান্তদিলীপের দেরিতে বিয়ে কেন? রসিকতা যারা করছে, তাদের বোঝালেন সুকান্ত
হাইলাইটস
  • দিলীপের পাত্রীর নাম রিঙ্কু মজুমদার
  • তিনিও দীর্ঘ দিনের বিজেপি কর্মী

শুক্রবার বিকেলে বিয়ের পিঁড়িতে বসছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। বিয়ে করছেন দলেরই কর্মী রিঙ্কু মজুমদারকে। বৃহস্পতিবার বিয়ের খবর সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রে দিলীপ ঘোষ। শুক্রবার তাঁর বাড়িতে শুভকামনা জানাতে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুধু বিজেপি নেতারা নন, দিলীপকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের নেতারাও। দিলীপকে সবার প্রথমে শুভেচ্ছা জানান তৃণমূল নেতা কুণাল ঘোষ।

শুক্রবার সকালে দিলীপের বাড়ি আইডিয়াল ভিলায় যান সুকান্ত মজুমদার। দিলীপের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ষাটোর্ধ্ব দিলীপের বিয়ে করা নিয়ে প্রশ্নের মুখে পড়েন সুকান্ত। জবাবে বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'আমরা শুভকামনা জানাতে এসেছি। এর মধ্যে অস্বাভাবিক কী দেখছেন জানি না। এর আগে অনেক রাজনৈতিক ব্যক্তির বিয়ে দেখেছেন। সমাজের কাজ,রাজনীতির কাজ করতে গিয়ে দেরি হয়ে যায়। প্রিয়রঞ্জন দাসমুন্সী অনেক দেরিতে বিয়ে করেছিলেন। ইন্দ্রজিৎ গুপ্ত ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। অনেকেই আছেন যারা দেরিতে বিয়ে করেছেন। আমরা পার্টির তরফে শুভেচ্ছা জানিয়েছি। আমি চাই দিলীপদার আগামী জীবন সুখের হোক। শুভকামনা জানাতে এসেছিলাম। ব্যক্তিগত জীবনে না ঢোকা ভাল। বিয়ে ঘরোয়া ভাবে হচ্ছে। আমরা শুভকামনা জানিয়েছি। আমি বিয়ের অনুষ্ঠানে থাকছি না। বালুরঘাট চলে যাচ্ছি। খুবই কাছের মানুষরা বিয়ে থাকবেন।'

রঙ্কু মজুমদার

গত বছরেই ষাট পেরিয়েছেন দিলীপ। বৃহস্পতিবার তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যম তোলপাড়। ট্রেনে বাসেও আলোচনার কেন্দ্রবিন্দুতে দিলীপ। দিলীপের পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনিও দীর্ঘ দিনের বিজেপি কর্মী। মহিলার মোর্চার দায়িত্বও সামলেছেন। ওবিসি মোর্চা এবং হ্যান্ডলুম সেলের দায়িত্বেও ছিলেন।

বিজেপি করার সূত্রেই ৪৭ বছরের রিঙ্কুর সঙ্গে আলাপ হয় ৬১ বছরের দিলীপের। সেই আলাপই শুক্রবার সন্ধ্যায় পরিণতি পেতে চলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে বিয়ের খবর এবং দিলীপের সঙ্গে তাঁর পরিণয়ের সত্যতা অকপটে স্বীকার করেছেন স্বয়ং রিঙ্কু। তবে এখনও মুখ খোলেননি দিলীপ। জানা গিয়েছে, রিঙ্কু বিবাহবিচ্ছিন্না। তাঁর ২৫ বছর বয়সী এক পুত্রও রয়েছে। ২০১৩ সাল থেকে নিউটাউনের বাসিন্দা রিঙ্কু। তাঁর পুত্র আইটি সেক্টরে কাজ করেন।

Advertisement

POST A COMMENT
Advertisement