রাজারহাটের একটি দুর্গাপুজোর প্যান্ডেলে ঢাক বাজিয়ে দুর্গোৎসবে অংশ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে পুজোর উচ্ছ্বাসের পরিবর্তে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন তিনি। দিলীপ ঘোষের মতে, এবারের পুজোতে সেই উৎসবের আমেজ তৈরি হয়নি, কারণ প্রকৃতিও সহযোগিতা করছে না। প্রতিদিনের বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি মন্তব্য করেন।
জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে মন্তব্য
দিলীপ ঘোষ উল্লেখ করেন, "জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রথমে শান্তিপূর্ণ ছিল, কিন্তু পরে পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে। আন্দোলনকারীরা ভেবেছিল পুজোর সময় আন্দোলন ম্লান হয়ে যাবে, কিন্তু জনগণের সমর্থন ঐতিহাসিক ভাবে পাশে দাঁড়িয়েছে।" তিনি আরও বলেন, "মানুষের ধৈর্যের বাঁধ ভাঙেনি, কিন্তু সরকারের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।"
পুজোর পরিবেশ ও বৃষ্টি প্রসঙ্গে
পুজোর পরিবেশের অনুপস্থিতি নিয়ে দিলীপ ঘোষ বলেন, "এবারে পুজোর সেই রঙ নেই। প্রকৃতিও সহযোগিতা করছে না, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। দিদির নেতারা চীনা ৫ টাকার লাইট দিয়ে সাজিয়েছেন ঠিকই, কিন্তু মানুষের মনে সেই আনন্দের রং ধরছে না।"
মহামিছিল ও পুলিশের ভূমিকা
দিলীপ ঘোষ বলেন, "মানুষ পুজোর কেনাকাটা করছে না, এটা নীরব প্রতিবাদের প্রতীক। মমতা ব্যানার্জি এবং পুলিশ ভিড় চাইছে, কিন্তু ভিড় হবে না। মানুষ নিজের পাড়ায় পুজো করবে, তিলোত্তমাকে ভুলবে না। দরকার হলে পুজোর মিছিল প্রতিবাদের মিছিলে পরিণত হবে।"
ডাক্তার ও নার্সদের হেনস্থা প্রসঙ্গে
রায়গঞ্জ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার ও নার্সদের হেনস্থার প্রসঙ্গেও দিলীপ ঘোষ মন্তব্য করেন। তিনি বলেন, "দেবীপক্ষ শুরু হলেও মহিলাদের উপর অত্যাচার ও হত্যা বন্ধ হচ্ছে না। বাঙালি এখন দুর্গাপূজা ছেড়ে সামাজিক আন্দোলনে নেমেছে, যা আমাদের দুরবস্থার প্রতিচ্ছবি।"
জম্মু-কাশ্মীর ও হরিয়ানার ভোটের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া
জম্মু-কাশ্মীর এবং হরিয়ানার ভোট ফলাফল নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "জম্মু-কাশ্মীরে সরকার গঠনের সম্ভাবনা ছিল, কিন্তু সমান সমান পরিস্থিতি তৈরি হয়েছে। তবে হরিয়ানায় বিজেপি তার অবস্থান ধরে রেখেছে এবং আরও বেশি আসন জিতেছে। মানুষ জাতপাতের রাজনীতি এড়িয়ে মোদিজীর উপর বিশ্বাস রেখেছে।"