কলকাতা পুলিশের হাতে গ্রেফতার BJP নেতা রাকেশষ সিং। গত ৫ দিন ধরে বেপাত্তা ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুর করার অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে, বুধবার ভোরে ট্যাংরা অঞ্চলের একটি আবাসন থেকে পাকড়াও করা হয় এই BJP নেতাকে। গত ৫ দিন ধরে এই আবাসনের উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ। অপেক্ষা ছিল ফাঁদে পা দেওয়ার। অবশেষে পুলিশের জালে ফাঁসেন রাকেশ। হাতেনাতে তাঁকে পাকড়াও করা হয়েছে এদিন।
উল্লেখ্য, বেপাত্তা থাকলেও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক ভিডিও পোস্ট করছিলেন তিনি। ছেলে শুভম সিংকে বাবাকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করে লালবাজার। ছেলের গ্রেফতারির পর একটি ভিডিও বার্তায় সরাসরি কলকাতার নগরপাল মনোজ ভার্মাকে হুঁশিয়ারি দেন রাকেশ সিং।
এদিন সকালেই অভিযুক্ত BJP নেতাকে শিয়ালদা আদালতে পেশ করা হবে বলে খবর। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাইবে লালবাজার।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। বিহারের দ্বারভাঙায় রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের রাজনৈতিক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মাকে উদ্দেশ্য করে গালিগালাজ দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পর রাকেশ সিংয়ের নেতত্বে BJP কর্মীরা কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুর চালায়। রাহুল গান্ধীর ছবিতে কালি মাখানো হয়। এন্টালি থানায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে একটি FIR দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ২৫, ২৭ ধারা, রাষ্ট্রের সম্মান নষ্ট করার অভিযোগে, ২, ১০৯, ১১৫(২), ১১৮(১), ২২৬(২), ৩(৫), ৩২৪(২), ৩২৬, ৩২৯(৪), ৩৫১, ৭৯ ধারায় FIR দায়ের করা হয়। রাকেশ সিংয়ের ৩ ঘনিষ্ট BJP কর্মীকে পুলিশ আগেই গ্রেফতার করেছিলেন। কিন্তু হদিশ মিলছিল না তাঁর। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ট্যাংরার আবাসনে তল্লাশি চালাতেই ধরা পড়েন BJP নেতা।