শনিবারের নবান্ন অভিযানের সময় কলকাতা পুলিশ জাতীয় পতাকার অবমাননা করেছে। অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই একই অভিযোগ করে এবার পুলিশ কর্মীদের শাস্তির দাবি তুললেন বিজেপির আর এক বিধায়ক, প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তাঁর দাবি, সেই সব পুলিশ কর্মীদের শাস্তি হওয়া উচিত যাঁরা জাতীয় পতাকার অবমাননা করেছেন।
অশোক দিন্দা বলেন, 'আমি জাতীয় দলের ক্রিকেটার ছিলাম। দেশের হয়ে খেলেছি। আমার জন্য দেশ সবার আগে। তারপর বাকি কিছু। যদি কেউ জাতীয় পতাকার অপমান করে, তাহলে আমি সহ্য করব না। প্রশ্নই ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে সমুচিত জবাব দেওয়া উচিত।'
দিন্দার দাবি পুলিশ বিনা প্ররোচনায় তাঁদের উপর আক্রমণ করেছে। কোর্টের নির্দেশে তাঁরা রাস্তায় নামলেও পুলিশ তাঁদের বাধা দিয়েছে। প্রাক্তন জোরে বোলারের সংযোজন, 'হাইকোর্টের নির্দেশে আমরা নবান্ন অভিযানে অংশ নিয়েছিলাম। আমাদের সঙ্গে দলের পতাকা ছিল না। জাতীয় পতাকা ছিল। আমাদের বিনা প্ররোচনায় পুলিশ মারধর শুরু করে। এমনকী আর জি করের নির্যাতিতার বাবা-মা-কেও মারধর করা হয়। আমরা বিরোধী দলের। তাই আমাদেক বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে, সেটা আগে থেকেই জানতাম। তবে যারা এই হামলা চালিয়েছে তারা কোনওদিন পশ্চিমবঙ্গের পুলিশ নয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।'
দিন্দার অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয়। কারণ তারা যেভাবে হামলা চালিয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিত। বিচার চাইতে রাস্তায় নামা সাধারণ মানুষের উপর পুলিশ কীভাবে এত নির্মম হামলা চালাতে পারে? প্রশ্ন দিন্দার। তিনি বলেন, 'আমরা কি বাংলাদেশে বসবাস করছি যে প্রতিবাদ করতে পারব না? এই মাটি কি বাংলাদেশের মাটি যেখানে দেশের পতাকার কোনও সম্মান থাকবে না? এই প্রশাসন শুধু তৃণমূল নেতাদের নিরাপত্তা দেয়। কয়েকদিন আগে আমাদের বিরোধী দল নেতা কোচবিহারে গিয়েছিলেন। সেখানে তাঁর উপর হামলা চলে। কীভাবে এই সরকার চলছে সেটাই সবাই দেখছে। আর যে সরকারের পুলিশ পতাকার অপমান করে তাদের তো উচিত শিক্ষা দেওয়া উচিত।'
এদিকে পতাকা ইস্যুতে রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি জানান, পুলিশ এই ইস্যুতে তদন্ত শুরু করেছে। পুরো ভিডিও এখনও দেখা হয়নি। জাতীয় পতাকা পড়ে আছে, এমন ফুটেজ সামনে এসেছে। কারা পতাকা নিয়ে এসেছিল, কীভাবে পড়ল সেগুলো-গোটা বিষয়টা তদন্ত করে দেখা হবে।