scorecardresearch
 

Dilip Ghosh: 'মোদী চাইলেও দিদি চাইছে না' কী নিয়ে এমন মন্তব্য দিলীপের?

রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে আবারও রাজ্য সরকার ও তৃণমূলকে আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ধীরে ধীরে সবার নাম সামনে আসবে। গতকাল রেশ দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জায়গায় হানা দেয় ইডি।

Advertisement
'মোদী চাইলেও দিদি চাইছে না' কী নিয়ে এমন মন্তব্য দিলীপের? 'মোদী চাইলেও দিদি চাইছে না' কী নিয়ে এমন মন্তব্য দিলীপের?
হাইলাইটস
  • রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে আবারও রাজ্য সরকার ও তৃণমূলকে আক্রমণ দিলীপের
  • গতকাল রেশন দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জায়গায় হানা দেয় ইডি

রাজ্যে রেশন দুর্নীতি নিয়ে আবারও রাজ্য সরকার ও তৃণমূলকে আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ধীরে ধীরে সবার নাম সামনে আসবে। গতকাল রেশন দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জায়গায় হানা দেয় ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রী ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্টদের আটাকল ও রেশন দেকানে হানা দেন তদন্তকারীরা। আর তা নিয়েই তৃণমূলকে নিশানা করেছেন দিলীপ। বিজেপি সাংসদ বলেন, 'বহু লোক এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বহু লোক সুবিধা নিয়েছে। ধীরে ধীরে নাম আসছে, তত ডকুমেন্ট আসছে, ফোন থেকে ফাইল থেকে নাম আসছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।'

আজ নিউটাউন ইকোপার্কে বিজেপি কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলন করেন দিলীপ। বিজয়া সম্মেলনে দেখা যায় কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়ালকে। দিলীপ ঘোষের সঙ্গে টুম্পাকে একান্তে কথা বলতেও দেখা যায়। এই বিষয়ে তিনি বলেন, 'মর্নিং ওয়াকে যারা আসেন তাঁদের নিয়ে আমরা বিজয়া সম্মেলন প্রতিবছর করি, দীপাবলি সম্মেলন করি, ছটপুজোয় ঠেকুয়া সবাই খায়। এখানে পরিচিত সবাই তো, একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। আজকে একটু ভিড় ছিল, আমাদের পার্টির কার্যকর্তারাও অনেকে চলে এসেছেন আশপাশ থেকে।' টুম্পা কয়ালের থাকার বিষয়ে দিলীপ বলেন, 'পরিচিত সবাই খবর পেয়েছেন, তাঁদের সঙ্গে আমার পার্টির কার্যকর্তারা আছেন। টুম্পা কয়ালদের লড়াইকে সম্পূর্ণ সমর্থন আগেও করেছি। আমি ওই গ্রামে গেছি, ওখান থেকে মহিলা মোর্চার যাত্রা বার করেছি। আমাদের দলের প্রেসিডেন্ট, বিরোধী দলনেতা মামলা নিয়ে তাঁদের সহযোগিতা করছেন। সেই জন্যই দেখা করতে এসেছিলেন আর বিজয়াও হয়ে গেল।'

আরও ৫ বছর বিনামূল্যে রেশ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে দিলীপ বলেন, 'সারা দুনিয়াতে বিভিন্ন সমস্যা চলছে। করোনা, যুদ্ধ, বহু দেশের হ্যাম্পার হচ্ছে। অনেক দেশের অবস্থা খারাপ। আমাদের দেশে বিরাট জনতা, সরকারের কাছে ক্ষমতা আছে ফ্রি-তে খাওয়াবার, যদিও বৃষ্টি কম হয়েছে, তাও আমাদের উৎপাদন কম হয় না। কিন্তু বাংলার লোকেদের চিন্তার বিষয় যে কেন্দ্র তো পাঠায়, তা সাধারণ মানুষের কাছে পৌঁছবে কি? আবাস যোজনার টাকা লুট হচ্ছে, শৌচালয়ের টাকা লুট হচ্ছে, রাস্তাঘাট, জল, বিদ্যুতের টাকা লুট হচ্ছে, রেশন পর্যন্ত লুট হয়ে যাচ্ছে। তো চিন্তা আমাদের আছেই মোদী চাইলেও দিদি চাইছে না।'

আরও পড়ুন

Advertisement

Advertisement