সোমবার রাতের রেকর্ডভাঙা বৃষ্টির দুর্যোগের কারণে মঙ্গলবারের সব কর্মসূচি বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে বুধবার দুপুর থেকে দক্ষিণ কলকাতার একাধিক পুজো উদ্বোধনে হাজির হন তিনি। চক্রবেড়িয়ার পুজোতে মহিলাদের আবদারে ডান্ডিয়া নাচতেও দেখা যায় তাঁকে। ২৫ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি এখন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর ও ১০ জনের মৃত্যুর একদিন পর এই ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, 'কলকাতা ডুবে যাওয়ার এবং ১১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ২৪ ঘন্টাও হয়নি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের চক্রবেড়িয়ায় দুর্গা পুজোর উদ্বোধনের সময় আনন্দে মেতে ওঠেন এবং ডান্ডিয়া নাচ করেছেন। কেউ কতটা অসংবেদনশীল হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় হলেন এরই প্রতীক।'
Not even 24 hours since Kolkata was drowning and 11 people were electrocuted to death, West Bengal CM Mamata Banerjee found it appropriate to indulge in revelry and play dandiya during a Durga Puja inauguration in Bhawanipur’s Chakraberia.
— Amit Malviya (@amitmalviya) September 24, 2025
How insensitive can one be? Mamata… pic.twitter.com/5iY16ECPLy
'বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জন বাঙালির প্রাণহানির পর মাত্র ২৪ ঘন্টা কেটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তবুও, তাঁকে দেখুন, বাংলার মানুষের সঙ্গে শোক প্রকাশ করার পরিবর্তে, তিনি ডান্ডিয়া নাচছেন,' বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্টে লেখা হয়েছে।
Barely 24 hours have passed since 10 Bengalis lost their lives due to electrocution, a tragedy that happened because of the complete failure of Mamata Banerjee and her government. And yet, look at her, instead of mourning with the people of Bengal, she is out playing dandiya. She… pic.twitter.com/17pKbkK3wo
— BJP West Bengal (@BJP4Bengal) September 24, 2025
বিজেপির পোস্টটিতে আরও লেখা হয়েছে, 'তিনি আর চিন্তা করার ভানও করছেন না। তাঁর কর্মকাণ্ড দেখায়, তিনি একজন স্বৈরশাসক হয়ে উঠেছেন যিনি বিশ্বাস করেন , তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে এবং তাঁর জনসংযোগ আধিকারিকরা সবকিছু পরিচালনা করবেন এবং বেতনভুক্ত বাকি কয়েকজন সাংবাদিক তাঁর পক্ষে কথা বলবেন!!'
এই নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল শিবিরও। কুণাল ঘোষ বলেন, 'এই প্রথমবারের মতো কলকাতায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে। যা রেকর্ড পরিমাণে ছিল, পুরো বছরের বৃষ্টিপাতের ২০ শতাংশ, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় পুর কর্পোরেশন, পুলিশ, জরুরি বিভাগ মহানগরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে। বেশিরভাগ জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। তাহলে, বিরোধীরা কেন মুখ্যমন্ত্রীর সমালোচনা করছে? এমন পরিস্থিতি দেখা দিলে তাদের দিল্লি, মুম্বই এবং সুরাটের কী হয়? প্রথমে, নিজেদের রাজ্যগুলোর দিকে তাকান।'
বামফ্রন্টের সময় জল জমার সমস্যার মোকাবেলার ইঙ্গিত দিয়ে কুণাল ঘোষ বলেন, 'কলকাতায় এর আগে কখনও এমন বৃষ্টিপাত হয়নি। এটি ১৯৭৮ সালের চেয়েও বেশি, সর্বোচ্চ রেকর্ড। গতকাল পর্যন্ত জোয়ার ছিল। আমরা সাত ঘন্টার মধ্যে সমস্ত জল পরিষ্কার করতে সক্ষম হয়েছি।'
কুণাল আরও বলেন, 'শ্রীমতি বন্দ্যোপাধ্যায় দিল্লি এবং মুম্বইয়ের সাম্প্রতিক বৃষ্টিপাতের সময় মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করেছিলেন। সামান্য বৃষ্টিতে অন্য রাজ্য অচল থাকলে আমাদের এখানে প্রে ফর সুরাট, আহমেদাবাদ বলা হয়, আর কলকাতার ক্ষেত্রে বিরোধীরা রাজনীতি করতে নেমেছে, নিজেদের রাজ্যের কথা খেয়াল থাকে না। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন। তখন আপনাদের কোন পাপে এমনটা হয়। এটা বাংলার মানুষ ক্ষমা করবে না। মমতার সরকার বলেই এত দ্রুত জল নেমে গেছে।'
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় 'হিজাব পরেছেন' বলেই এমন প্রাকৃতীক দুর্যোগ বলে দাবি করেছিল বিজেপি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী হিন্দুদের আস্থায় আঘাত হেনেছেন বলেও অভিযোগ তোলা হয়। প্রসঙ্গত,মহালয়ার আগেই বেশ কয়েকটি প্যান্ডেলের উদ্বেধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নিয়েই রাজনৈতিক বিতর্ক চরমে ওঠে। প্যান্ডেল উদ্বোধন করতে গিয়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে কাপড়ে মাথা ঢাকেন মমতা। সেই নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করে বিজেপি।