বিজেপি কর্মী গ্রেফতার।-ফাইল ছবি৯ আগস্ট নবান্ন অভিযানের প্রতিবাদে এক পুলিশ কনস্টেবলের উপর বেপরোয়া হামলার অভিযোগে কলকাতা পুলিশ চন্দন গুপ্ত নামে এক সক্রিয় বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। সিসিটিভি ও পুলিশের বডি ক্যামেরার একাধিক ফুটেজ খতিয়ে দেখে তার পরিচয় নিশ্চিত করার পর মঙ্গলবার সন্ধ্যায় বেন্টিক স্ট্রিট ও বি.বি. গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবাদে আয়োজিত নবান্ন অভিযানের মিছিলে প্রশান্ত পোদ্দার নামে এক পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে হামলা ও মারধর করা হয়। প্রশান্ত পোদ্দার কলকাতা পুলিশের ডিসিপি (এসএসডি) বিদিশা কলিতা দাশগুপ্তের দেহরক্ষী হিসেবে কর্তব্যরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, ডিউটিরত অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে একদল বিজেপি কর্মী হামলা চালায়।
হামলায় গুরুতর জখম হন প্রশান্ত পোদ্দার। মাথা, কাঁধসহ শরীরের একাধিক স্থানে চোট পেয়ে তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি আছেন। রবিবার সকালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা হাসপাতালে গিয়ে আহত কনস্টেবলকে দেখে আসেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
ঘটনার পর নিউ মার্কেট থানায় অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে বি.এন.এস. ধারা ১০৯(১)/১২১(২)/৩(৫) অনুসারে খুনের চেষ্টা ও অন্যান্য অভিযোগে মামলা দায়ের হয়। তদন্তে চন্দন গুপ্তের সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলে। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। আজ আদালতে তোলা হলে পুলিশ তার হেফাজতের আবেদন জানাবে বলে জানিয়েছে।