Haridevpur Body Recover: মাছের বাজারে যুবকের রক্তাক্ত দেহ, হরিদেবপুরে কী রহস্য?

যুবকরে রহস্য মৃত্যু হরিদেবপুরের কবরডাঙ্গার। এদিন সকালে স্থানীয় মাছ বাজারে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত অবস্থায় দেহ দেখতে পান দোকানীরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেহ। তারপর এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে।

Advertisement
 মাছের বাজারে যুবকের রক্তাক্ত দেহ, হরিদেবপুরে কী রহস্য?হাড়হিম ঘটনা হরিদেবপুরে

যুবকরে রহস্য মৃত্যু হরিদেবপুরের কবরডাঙ্গার। এদিন সকালে  স্থানীয়  মাছ বাজারে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত অবস্থায় দেহ দেখতে পান দোকানীরা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ।  উদ্ধার করা হয়েছে দেহ। তারপর এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করেছে। 

 পুলিশ সূত্রে খবর, ওই যুবকের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ওই যুবককে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। যুবকের পরিচয় এখনও স্পষ্ট নয়। তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকাবাসী সূত্রে খবর, রাত দেড়াটা থেকে দু'টোর মধ্যে এই ঘটনা ঘটতে পারে।  দেহের পাশে রক্তমাখা একটা পাথর পড়েছিল।  এই পাথর দিয়ে মাথায় আঘাত করে মারা হয়েছে এমনটাই মনে করছেন তদন্তকারী অফিসাররা।

হরিদেবপুর থানা থেকে মাত্র ৭০০ মিটার দূরে কবরডাঙ্গার  মাছ বাজার। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানা এবং লালবাজারের হোমিসাইড শাখা। এলাকা ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। যুবকের পরিচয় জানা গেলে এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত, কেন যুবকের এমন মর্মান্তিক পরিণতি হল, তা জানা যাবে বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়েছে।   

পুলিশের প্রাথমিক অনুমান, যুবকের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। আরও মনে করা হচ্ছে, অন্যত্র খুন করে দেহ রাতের অন্ধকারে মাছের বাজারে ফেলে দেওয়া হয়েছে।  

POST A COMMENT
Advertisement