বউবাজারে চলছে মেট্রোর বোরিংয়ের কাজ। যেকারণে ভাইব্রেশন ও আওয়াজ হচ্ছে। রাতে ঘুমোতে না পেরে অতিষ্ট লোকজন। সবাই মিলে সমস্যার কথা জানিয়ে মেট্রো কর্তৃপক্ষকে চিঠিও লেখেন তাঁরা। শুক্রবার একটি প্রতিবেদনে একথা জানিয়েছিল 'আজতক বাংলা'। বাসিন্দাদের আবেদন মেনে রাতে কাজ বন্ধ রাখল মেট্রো। পূর্ব-পশ্চিম মেট্রো কর্তৃপক্ষ বউবাজারের নির্মাণস্থলে "খনন কাজ" মধ্যরাত থেকে প্রতিদিন ভোর ৪টে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যাতে এলাকার বাসিন্দারা শান্তিতে ঘুমোতে পারে।
প্রায় ৫০ জন বাসিন্দা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসি), ইস্ট-ওয়েস্ট মেট্রোর বাস্তবায়নকারী সংস্থাকে রাতে কম্পন ও আওয়াজ কমাতে চিঠি দিয়েছিলেন। দুর্গা পিতুরি লেন এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের আবেদনের পর স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে কেএমআরসিকে একটি চিঠি পাঠিয়েছিলেন। বাসিন্দারা কেএমআরসির ব্যবস্থাপনা পরিচালককে একটি আলাদা চিঠি লেখেন।
ওই চিঠির উত্তরে মেট্রো কর্তৃপক্ষ জানায়, দ্রুত কাজ শেষ করার জন্য ২৪ ঘণ্টা কাজ চলছে। এবং আওয়াজ অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে। তবে বাসিন্দাদের আবেদন মেনে মাঝরাত থেকে ভোর পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেএমআরসি-র ওই সিদ্ধান্তে বাসিন্দারা খুশি হলেও কারও কারও বক্তব্য- ভোর ৪টে পর্যন্ত সময় খুবই কম।
বাসিন্দাদের অভিযোগ, মেট্রোর উচিত ছিল রাতে ৮ ঘণ্টা কাজ বন্ধ রাখা। চারঘণ্টা ঘুম যথেষ্ট নয়। বহু বয়স্ক মানুষ ও শিশুরা রয়েছে। তাঁদেরই বেশি কষ্ট হচ্ছে। অন্যদিকে মেট্রোর তরফে বক্তব্য, এলাকার বাসিন্দাদেরও পরিস্থিতির কথা বিবেচনা করে একটু মানিয়ে নেওয়া উচিত। প্রকল্পটি দ্রুত শেষ করতে সহায়তা করা উচিত।
মেট্রো সূত্র খবর, ৩০টি ভূগর্ভস্থ পিলার তৈরির কাজ চলছে বউবাজারে। যেকারণেই কাঁপুনি ও আওয়াজ হচ্ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো এখন সল্টলেক সেক্টর সেক্টর ৫ এবং শিয়ালদহের মধ্যে চলছে। বউবাজার মেট্রো চালু হয়ে গেলে সল্টলেক সেক্টর ৫ এবং হাওড়া ময়দানকে সংযুক্ত করবে। মেট্রো আধিকারিকরা হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চালুর পরিকল্পনা করছেন।