শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থার এখন উন্নতি হয়েছে খানিকটা। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা বেড়েছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।
উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিম্ন শ্বাসযন্ত্র অর্থাৎ ফুসফুসে সংক্রমণ এবং টাইপ ২ রেসপিরেটরি ফেইলিওরের জন্য উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন। তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেশন, অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য সহায়ক ব্যবস্থাপনায় রাখা হয়েছে। কয়েকটি রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। তিনি আপাতত স্থিতিশীল।'
হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে যে কয়েকজন ডাক্তারকে নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে বুদ্ধবাবুর চিকিৎসার জন্য়। সেই টিমে রয়েছেন, কৌশিক চক্রবর্তী (মেডিসিন), সৌতিক পান্ডা (ক্রিটিকাল কেয়ার), সুস্মিতা দেবনাথ (ক্রিটিকাল কেয়ার), সরোজ মণ্ডল (ইন্টারভেনশনাল কার্ডিওলজি), অঙ্কন বন্দ্যোপাধ্যায় (ইন্টারভেনশনাল মেডিসিন এবং পালমোনোলজি), ধ্রুব ভট্টাচার্য, আশিস পাত্র (অ্যানেস্থেসিওলজি), সোমনাথ মাইতি এবং সপ্তর্ষি বসু (চিকিৎসক এবং মেডিকেল সুপারিনটেনডেন্ট। এই টিম বুদ্ধবাবুর ওপরে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।'