MGNREGA স্কিমের নাম বদলাল কেন্দ্র, 'বাংলার ছোঁয়া মুছতে চাইছে,' নিশানা কুণালের

শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট-এর নাম বদলে হতে পারে পুজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা বা 'পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি বিল'।

Advertisement
MGNREGA স্কিমের নাম বদলাচ্ছে কেন্দ্র, 'বাংলার ছোঁয়া মুছতে চাইছে,' নিশানা কুণালেরকেন্দ্রের MGNREGA স্কিমে বিরাট বদল
হাইলাইটস
  • মনরেগা যোজনা নিয়ে বড় খবর। নাম বদল হতে চলেছে MGNREGA যোজনার।
  • মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট-এর নাম বদলে হতে পারে পুজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা বা 'পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি বিল'।
  • মনরেগা দেশের গ্রামীণ এলাকার জন্য একটি বিশেষ স্কিম।

মনরেগা যোজনা নিয়ে বড় খবর। নাম বদল হল MGNREGA যোজনার। সূত্রের খবর, আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট-এর নাম বদলে হল পুজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা বা 'পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি বিল'।

মনরেগা কী?

মনরেগা দেশের গ্রামীণ এলাকার জন্য একটি বিশেষ স্কিম। এর মূল লক্ষ্য হল, গ্রামীণ পরিবারগুলির জীবিকা নিশ্চিত করা। এই প্রকল্পের আওতায় সরকার প্রতি আর্থিক বছরে প্রতিটি পরিবারকে কমপক্ষে ১০০ দিনের কর্মসংস্থান দেওয়া হয়। পরিবারের যে প্রাপ্তবয়স্ক সদস্য কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক, তাকেই এই যোজনার আওতায় কাজ দেওয়া হয়। 

MGNREGA-র গুরুত্ব কী?

গ্রামীণ জনবসতির উদ্দেশে করা এই যোজনার একাধিক গুরুত্ব রয়েছে।

আইনি গ্যারান্টি: এই যোজনায় একটি আইনি গ্যারান্টি রয়েছে। যার ফলে কোনও গ্রামীণ পরিবারকে বছরে ১০০ দিনের জন্য কায়িক মজুরির কর্মসংস্থান নিশ্চিত করা হয়। ফলে হাতে টাকা আসে।

কল্যাণমূলক প্রভাব: সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, প্রকল্পটি স্বচ্ছতা এবং সময়মত মজুরি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। 

করোনার সময় ভূমিকা: কোভিডকালীন সময়ে বহু পরিযায়ী শ্রমিক নিজেদের গ্রামে ফিরে এসেছিলেন। তাঁরা এই যোজনার আওতায় কাজ পেয়ে পরিবারের ভরণপোষণ করতে সক্ষম হয়েছিলেন।

সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ কুণাল ঘোষের

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তরফে গান্ধীজীকে দেওয়া 'মহাত্মা' শব্দটি বাদ দেওয়া হচ্ছে, এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছি। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলাকে প্রাপ্য তহবিল দিচ্ছে না।  অন্যদিকে, এখন নতুন নামকরণের প্রক্রিয়ার মাধ্যমে এরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার ঐতিহাসিক স্পর্শকেও মুছে ফেলতে চাইছে।

মনরেগা ছাড়াও একাধিক বিষয় নিয়ে আজ  কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে। সূত্রের দাবি, নিউক্লিয়ার এনার্জি বিল ও হায়ার এডুকেশন বিল নিয়েও আলোচনা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এই দুটি বিল এদিন পাশ হতে পারে মোদীর মন্ত্রিসভা।

POST A COMMENT
Advertisement