Calcutta HC On Durga Puja Pandals Vandalism: জায়গায় জায়গায় দুর্গামণ্ডপে 'হামলা', বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান,'দুর্গাপুজোয় বিভিন্ন মণ্ডপে হামলার ঘটনার কথা উল্লেখ রয়েছে আর্জিতে। কিন্তু নির্দিষ্ট করে কোনও ঘটনার কথা বলেননি রিতু সিং। এ ব্যাপারে রিপোর্ট পেশের জন্য হাইকোর্টের কাছে সময় চান তিনি।

Advertisement
জায়গায় জায়গায় দুর্গামণ্ডপে 'হামলা', বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টদুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্ট
হাইলাইটস
  • দুর্গাপুজো মণ্ডপে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।
  • নিরপেক্ষ তদন্ত চান মামলাকারী।

বাংলায় বিভিন্ন এলাকায় দুর্গামণ্ডপে হামলার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি-র কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট পেশের সময়সীমাও বেঁধে দিয়েছেন বিচারপতি। 

বুধবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে,'দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গায় মণ্ডপের হামলার অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে ডিজিকে রিপোর্ট দিতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার ও কমিশনারকে। ওই রিপোর্ট জানাতে হবে পুলিশের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সব রিপোর্ট পড়ে চূড়ান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেবেন ডিজি। ১৪ নভেম্বরের মধ্যে প্রধান বিচারপতির বেঞ্চের কাছে ওই রিপোর্ট দিতে হবে।  

কলকাতার গার্ডেনরিচ-সহ অন্যান্য এলাকায় দুর্গাপুজো মণ্ডপে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বিশ্ব হিন্দু পরিষদের নদিয়া জেলার নেতা রিতু সিং। ওই ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করেন। তাঁর আর্জি, রাজ্যের প্রশাসন যথাযথ দায়িত্ব পালন করেনি। নিরপেক্ষ সংস্থাকে তদন্তভার দেওয়া হোক। 

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান,'দুর্গাপুজোয় বিভিন্ন মণ্ডপে হামলার ঘটনার কথা উল্লেখ রয়েছে আর্জিতে। কিন্তু নির্দিষ্ট করে কোনও ঘটনার কথা বলেননি রিতু সিং। এ ব্যাপারে রিপোর্ট পেশের জন্য হাইকোর্টের কাছে সময় চান তিনি। এরপরই রিতু সিংয়ের আইনজীবী বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন,'গার্ডেনরিচের পুজোমণ্ডপে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। প্রতিমা ভাঙচুর করা হয়েছে  কোচবিহারের শীতলকুচি, হাওড়ার শ্যামপুর এবং নদিয়া জেলায়। 

মামলাকারীর আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, কেন তিনি তদন্ত অন্য সংস্থার হাতে দিতে চান। রিতু সিংয়ের আইনজীবী জানান,'পুলিশ ব্যর্থ হয়েছে। রাজ্য সরকার তদন্ত করতে পারছে না। এই ধরনের ঘটনার বিভিন্ন জায়গায় ঘটেছে। রাজ্য পুলিশ তদন্ত করলে নিরপেক্ষ সম্ভব হবে না'।  
 

POST A COMMENT
Advertisement