 ভোটার List নিয়ে মামলায় অনুমতি দিল হাইকোর্ট, এবার কী হবে?
ভোটার List নিয়ে মামলায় অনুমতি দিল হাইকোর্ট, এবার কী হবে?Special Intensive Revision বা SIR নিয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলায় সবুজ সংকেত দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল।
এদিন আদালতের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে আবেদন জানানো হয়। আবেদন করেন বাম আইনজীবী পিন্টু করার। তাঁর আবেদনের সারমর্ম এই যে, ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়াটি আদালতের তত্ত্বাবধানে হোক।
পিন্টু করারের দাবি, সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে অনেক অনিয়ম হচ্ছে। তাই আদালত সরাসরি পুরো বিষয়টি দেখভাল করুক। একই সঙ্গে তিনি আরও বেশ কিছু দাবি জানান।
প্রথমত, তাঁর দাবি ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ানো হোক। দ্বিতীয়ত, কেন এই বিশেষ সংশোধন করা হচ্ছে, সেই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন আদালতকে বিস্তারিত জানাক। এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হোক। তৃতীয়ত, ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণ প্রকাশ করা হোক।
এই আবেদনের প্রেক্ষিতে আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। এরপর পরবর্তী পর্যায়ে এর বিস্তারিত শুনানি হবে। আদালত চাইলে নির্বাচন কমিশনের মতামতও চেয়ে পাঠাতে পারে।
আইনজীবী মহলের একাংশের মতে, এই মামলার ফলে SIR প্রক্রিয়া আদালতের নজরদারি আওতায় আসতে পারে। তাঁদের মতে, এর ফলে ভবিষ্যতে ভোটার তালিকা নিয়ে অভিযোগ কমবে। তবে নির্বাচন কমিশন এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ততে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। একাধিক দল মনে করছে, আদালতের নজরদারি থাকলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে। তবে কারও কারও মতে, এতে কমিশনের স্বাধীন কাজ করার বিষয়টি ব্যাহত হতে পারে।