TMC Shahid Diwas: একুশে জুলাই কখন মিছিল করা যাবে, সময় বেঁধে ঠিক কী কী শর্ত দিল হাইকোর্ট?

তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ নিয়ে শর্ত চাপাল কলকাতা হাইকোর্ট। বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে যাতে যানজট না হয় সেই বিষয়েই নির্দেশগুলি দেওয়া হয়েছে।

Advertisement
একুশে জুলাই কখন মিছিল করা যাবে, সময় বেঁধে ঠিক কী কী শর্ত দিল হাইকোর্ট?একুশে জুলাই কখন মিছিল করা যাবে, সময় বেঁধে ঠিক কী কী শর্ত দিল হাইকোর্ট?
হাইলাইটস
  • সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত যানজট করলে হবে না
  • সকাল ৮টা থেকে হেঁটে মিছিল করে আসা যাবে ধর্মতলায় সমাবেশ স্থলে

তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ নিয়ে শর্ত চাপাল কলকাতা হাইকোর্ট। বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে যাতে যানজট না হয় সেই বিষয়েই নির্দেশগুলি দেওয়া হয়েছে। ২১ জুলাই শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

ঠিক কী কী নির্দেশ

সকাল ৮টা থেকে হেঁটে মিছিল করে আসা যাবে ধর্মতলায় সমাবেশ স্থলে। অর্থাৎ অফিস টাইমের আগেই যাতে তৃণমূলের মিছিলগুলি যাতে সমাবেশ স্থলে চলে আসে তারই নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও মিছিল ৯টার আগে সমাবেশস্থলে পৌঁছতে না পারে, তাহলে যে জায়গায় মিছিল থাকবে সেখানেই মিছিল দাঁড় করিয়ে দিতে হবে।

এছাড়াও, হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত যানজট করলে হবে না। কারণ, সেই সময়টা অফিস টাইম। বহু মানুষ বাসে-ট্রেনে করে কলকাতা আসেন অফিসে। তাঁদের সময়ে পৌঁছতে হয়। কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা, সেন্ট্রাল কলকাতা ও তার আশপাশের ৫ কিমি এলাকায় যাতে কোনও যানজট না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে। কলকাতা পুলিশ এলাকার জন্য এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

১১টার পরে আবার মিছিল করে হেঁটে আসা যাবে। অর্থাৎ অফিস টাইম শেষ হওয়ার পরে আবারও মিছিল করে ধর্মতলায় শহিদ দিবসের সভাস্থলে আসতে পারবেন তৃণমূল কর্মী সমর্থকরা।

তৃণমূলের ২১ জুলাই সমাবেশের কারণে মধ্য কলকাতায় যানজট তৈরি বলে অভিযোগ ওঠে। এছাড়াও ধর্মতলায় কেন একটি দলকেই রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়, এই প্রশ্ন তুলে আদালতে মামলা হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। কলকাতার রাস্তা বন্ধ করে, যানজট করে, বাস তুলে নিয়ে একুশে জুলাই করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এমনকি ভিক্টোরিয়া হাউসের সামনেও একুশে জুলাইয়ের সভা ভবিষ্যতে আর হবে কি না তা নিয়ে শুনানি হবে বলেও জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শাসকদল ও পুলিশকে ২১ জুলাই শহরে যানজট যাতে না হয় তার মুচলেকা দিতে হবে বলেও নির্দেশ দেন বিচারপতি। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দেওয়ার নির্দেশ দেন।  রাজ্যের আইনজীবী সওয়াল করে বলেন, একুশে জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান, কতদিন এসব চলবে? বিচারপতি বলেন, ছুটি ঘোষণা করুন, মানুষ কতদিন সহ্য করবেন? বিচারপতি বলেন, একুশে জুলাই অফিস যেতে অসুবিধা হবে না এটা নিশ্চিত করা হোক।

Advertisement

POST A COMMENT
Advertisement