Calcutta High Court- Illegal Construction : পুলিশ না পারলে কলকাতায় অবৈধ নির্মাণ ভাঙবে কেন্দ্রীয় বাহিনী, বড় নির্দেশ হাইকোর্টের

শহরের অবৈধ নির্মাণ পুলিশ প্রশাসন ভাঙতে ব্যর্থ হলে নামানো হতে পারে কেন্দ্রীয় বাহিনী। সাফ জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

Advertisement
পুলিশ না পারলে কলকাতায় অবৈধ নির্মাণ ভাঙবে কেন্দ্রীয় বাহিনী, বড় নির্দেশ হাইকোর্টের Justice Amrita Sinha
হাইলাইটস
  • শহরের অবৈধ নির্মাণ পুলিশ প্রশাসন ভাঙতে ব্যর্থ হলে নামানো হতে পারে কেন্দ্রীয় বাহিনী
  • সাফ জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা

শহরের অবৈধ নির্মাণ পুলিশ প্রশাসন ভাঙতে ব্যর্থ হলে নামানো হতে পারে কেন্দ্রীয় বাহিনী। সাফ জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নারকেলডাঙার অবৈধ নির্মাণ প্রসঙ্গে এই পর্যবেক্ষণ রাখেন অমৃতা সিনহা। 

কলকাতা পুরসভার নারকেলডাঙা এলাকায় একটি পাঁচতলা অবৈধ বাড়ি রয়েছে। সেই বাড়িটি নিয়ে মামলা দায়ের হয়েছিল। নির্মাণটি খতিয়ে দেখে কলকাতা পুরসভা। তাদের তরফে হাইকোর্টে তা নিয়ে তথ্যও দেওয়া হয়। জানানো হয় বাড়িটি অবৈধ। গত মাসে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হয়। তখন বিচারপতি সিনহা নির্দেশ দেন,বাড়িটি ভেঙে ফেলতে হবে। পুলিশকেই এই কাজ করতে হবে। 

এদিকে সোমবার ফের সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। কলকাতা পুরসভার তরফে হাইকোর্টে জানানো হয়, আবাসিকরা বাড়ি ছাড়তে চাইছেন না। শুধুমাত্র এক তলার আবাসিকরা বাড়ি ছেড়ে দিয়েছেন। পুলিশ চেষ্টা করেও অন্য বাসিন্দাদের সরাতে পারছে না। 

বিচারপতি সিনহা জানান, বাড়ি ভাঙার দায়িত্ব পুরসভার। তখন পুরসভার তরফে জানানো হয়, বাড়ি ভাঙতে পুলিশের তরফে তারা সাহায্য পাচ্ছে না। এই সওয়াল জবাব শুনে বিচারপতি জানান, পুলিশ যদি এই কাজ করতে না পারে তাহলে জবরদখলকারীদের সরানোর জন্য কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে। 

কলকাতা পুরসভার তরফে একথাও জানানো হয়, যারা বাধা দিচ্ছে তাদের গ্রেফতার করতে হবে। তবেই বেআইনি নির্মাণ ভাঙা সম্ভব হবে। তখন বিচারপতি সিনহা নির্দেশ দেন, আগামী ১০ মার্চের মধ্যে যদি বাড়ি ভাঙা সম্পূর্ণ না হয় তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে। 

POST A COMMENT
Advertisement