scorecardresearch
 

Calcutta HC On BJP Rally: ২৯ নভেম্বর কলকাতায় বিজেপির সভা, পুলিশকে অনুমতি দিতে নির্দেশ হাইকোর্টের

সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে উঠেছিল এই মামলা। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এটা স্বাধীন দেশ। এভাবে বাধা দেওয়া যায় না। সেই সঙ্গে সভা করার জন্য পুলিশকে অনুমতি দেওয়া নির্দেশ দিয়েছে আদালত। 

Advertisement
কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট

বিজেপির সমাবেশে পুলিশের অনুমতি মেলেনি বলে অভিযোগ করেছিল গেরুয়া শিবির। ২৯ নভেম্বর ছিল সভার দিন। সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। সেই মামলায় জয় পেল বিজেপি। ২৯ নভেম্বরের সভা করার জন্য বিজেপিকে যেন অনুমতি দেয় পুলিশ, সেই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট।    
   
সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে উঠেছিল এই মামলা। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এটা স্বাধীন দেশ। এভাবে বাধা দেওয়া যায় না। সেই সঙ্গে সভা করার জন্য পুলিশকে অনুমতি দেওয়া নির্দেশ দিয়েছে আদালত। 

২০২৪ সালে লোকসভার ভোট। ইতিমধ্যেই রাজনৈতিক সভা-সমাবেশ শুরু হয়ে গিয়েছে। আগামী ২৯ নভেম্বর কলকাতায় বিজেপির সমাবেশ। সেখানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেই সভার অনুমতি দিতে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ করে বিজেপি। সেই অভিযোগে হাইকোর্টে মামলাও করে তারা।

সোমবার হাইকোর্টের মামলার শুনানিতে পুলিশের উদ্দেশে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন,'আপনারা বলছেন ২ থেকে ৩ সপ্তাহ আগে সভার আবেদন করতে হয়। ২ সপ্তাহ আগে আবেদন করা হয়েছে বলে দেখতে পাচ্ছি। তার পরেও সিস্টেম জেনারেটেড মেসেজ পাঠিয়ে আবেদন না মঞ্জুর করে দেওয়া হয়েছে। দু'বার যেভাবে বাতিল করা হয়েছে, তা সঠিক পদ্ধতি নয়।'

আরও পড়ুন

Advertisement