I-PAC Case : বুধবার I-PAC শুনানি, 'এজলাসে শুধু মামলার আইনজীবীরা', বিজ্ঞপ্তি জারি হাইকোর্টের

সেই নির্দেশিকায় উল্লেখ, 'এই মামলার সঙ্গে যুক্ত নন এমন কোনও আইনজীবী এজলাসে প্রবেশ করতে পারবেন না৷ শুনানি লাইভ স্ট্রিমিং করা হবে।' 

Advertisement
বুধবার I-PAC শুনানি, 'এজলাসে শুধু মামলার আইনজীবীরা', বিজ্ঞপ্তি হাইকোর্টের কলকাতা হাইকোর্ট
হাইলাইটস
  • ধবার হাইকোর্টে I-PAC মামলার শুনানি
  • তার আগে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

ধবার হাইকোর্টে I-PAC মামলার শুনানি। সেই শুনানিতে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। এর আগে এই মামলার শুনানিতে এজলাসে অতিরিক্ত ভিড় হয়েছিল। তার জেরে শুনানি মুলতুবি করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। যাতে বুধবারের শুনানি নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্যই এই বিজ্ঞপ্তি বলে মনে করা হচ্ছে।

সেই নির্দেশিকায় উল্লেখ, 'এই মামলার সঙ্গে যুক্ত নন এমন কোনও আইনজীবী এজলাসে প্রবেশ করতে পারবেন না৷ শুনানি লাইভ স্ট্রিমিং করা হবে।' 

গত শুক্রবার তৃণমূল ও ইডির দায়ের করা মামলার শুনানি ছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। কিন্তু শুনানি শুরু হওয়ার আগে থেকেই এজলাসে ভিড় জমাতে শুরু করেন আইনজীবীরা। শুনানি শোনার জন্য উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজেও। এতজন আইনজীবীর উপস্থিত থাকার কারণে পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে, বিচারপতি বিরক্ত হয়ে আদালতে ছাড়তে বাধ্য হন। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার সল্টলেকের দফতরে অভিযান চালায় ED। ওই দুই জায়গায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেও। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের একাধিক শীর্ষস্থানীয় আমলা ও পুলিশ আধিকারিকরাও। 

এরপরই ED হাইকোর্টের দ্বারস্থ হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, তদন্তে বাধা এবং প্রমাণ সরানোর চেষ্টা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে যুক্ত করে সিবিআই তদন্তের আর্জিও জানানো হয় তাদের তরফে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করে। ED-র অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি করে রাজ্যের শাসকদল। আবার গতকাল, সোমবার আইপ্যাকের দফতরে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। 


 
POST A COMMENT
Advertisement