রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতে সিবিআই (CBI) হানা। জানা যাচ্ছে, বাড়িতেই রয়েছেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আজ সকাল ৭টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর বাড়িতে যান। বাড়ির বাইরে পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফিরহাদ ছাড়াও সিবিআই হানা দিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও। সকাল সাড়ে ৯টা নাগাদ মদন মিত্রের বাড়িতে ঢোকে সিবিআইভবানীপুরে মদন মিত্রের বাড়িতে রয়েছেন সিবিআই আধিকারিকরা।
সিবিআই হানার খবর পেয়ে বাড়িতে ঢোকার জন্য দাঁড়িয়েছিলেন ফিরহাদের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। তাঁকেও প্রথমে ভিতরে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথাকাটাকাটি চলে তাঁর। পরে যদিও তাঁকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছে। এছাড়াও বাড়ির বাইরে রয়েছেন ফিরহাদের আইনজীবীও। তিনিও ভেতরে যেতে চান বলে জানিয়েছেন।
এদিকে, ফিরহাদ হাকিমের বাড়ির বাইরে ভিড় করেছে অনুগামী ও প্রতিবেশীরা। স্লেগাানও দিচ্ছে তারা। তাদের বক্তব্য, হেনস্থা করতেই ফিরহাদ হাকিমের বাড়িতে এসেছে সিবিআই। পাশাপাশি শুভেন্দু অধিকারীর বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন প্রতিবেশীরা।
এর আগে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি। গভীর রাত পর্যন্ত সেই তল্লাশি চলেছিল। সাড়ে ১৯ ঘণ্টা পর রাত ২টো নাগাদ তদন্তকারীরা মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসেন।