Amit Shah in Kolkata: শহরে অমিত শাহ, পুজো উদ্বোধনের পাশাপাশি কালীঘাট মন্দিরেও যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি পুজো উদ্বোধন করতে কলকাতায় আসছেন, বিজেপি নেতৃত্বের মুখে আগেই সেই খবর শোনা গিয়েছিল। তবে বারবার দিন নিয়ে সংশয় তৈরি হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার রাতেই কলকাতায় চলে এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শহরের দুটি পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। পুজো উদ্বোধনে বেরনোর আগে অবশ‍্য শাহ বিজেপির রাজ‍্য নেতৃত্বকে নিয়ে বৈঠকও করবেন এদিন।

Advertisement
শহরে অমিত শাহ, পুজো উদ্বোধনের পাশাপাশি কালীঘাট মন্দিরেও যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীAmit Shah in Kolkata

তিনি পুজো উদ্বোধন করতে কলকাতায় আসছেন, বিজেপি নেতৃত্বের মুখে আগেই সেই খবর শোনা গিয়েছিল। তবে বারবার দিন নিয়ে সংশয় তৈরি হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার রাতেই কলকাতায় চলে এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শহরের দুটি পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। পুজো উদ্বোধনে বেরনোর আগে অবশ‍্য শাহ বিজেপির রাজ‍্য নেতৃত্বকে নিয়ে বৈঠকও করবেন এদিন।

প্রসঙ্গত, বৃহস্পতির বিকেল পর্যন্ত দফায় দফায় অমিত শাহের সফরসূচিতে বদল হয়। তবে সবশেষ সূচি অনুযায়ী, শুক্রবার সকালে পুজোর উদ্বোধন করবেন তিনি। তার ফাঁকেই  কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রথমে কথা ছিল শহরের ৩টি পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। তবে একেবারে শেষ সময় সফরসূচিতে পরিবর্তন হয়েছে। দক্ষিণ কলকাতার সেবক সঙ্ঘের পুজোয় যাচ্ছেন না শাহ। এদিন সকাল সাড়ে ১০টায় সন্তোষ মিত্র স্কোয়‍্যারের পুজোর উদ্বোধন করবেন তিনি।  যার উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।  এই পুজোর এবারের থিম অপারেশন সিঁদুর। যা ব্যাপক সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে (ইজ়েডসিসি) ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’ (বকলমে রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেল) আয়োজিত পুজোর উদ্বোধনে যাবেন মিত শাহ। যার উদ্যোক্তা রুদ্রনীল ঘোষ, দীপ্তিমান বসুদের মতো বিজেপি নেতারা এর মাঝে কালীঘাট মন্দিরেও পুজো দিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

পুজোর উদ্বোধনে বেরনোর আগে অমিত শাহ অবশ‍্য বিজেপির রাজ‍্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি নিউটাউনের একটি হোটেলে রাত্রিবাস করেন। শুক্রবার সকালে সেখানেই বিজেপির সাংগঠনিক বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সূত্রের খব। যদিও এই বৈঠক সম্পর্কে বিজ্ঞপ্তিতে লেখা হয়নি। শুক্রবার সকাল ১০টায় ওই হোটেলে বৈঠক হওয়ার কথা রয়েছে। 

POST A COMMENT
Advertisement