SIR-এর কার কার নাম বাদ যাবে? SIR প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। একাধিক তথ্যের ভিড়ে বিভ্রান্তিও কাজ করছে ভোটারদের মধ্যে। সেই সমস্ত সংশয় দূর করতে নির্বাচন কমিশন জানাচ্ছে, ঠিক কাদের নাম বাদ পড়তে চলেছে।
বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, 'আগে আমাদের বুঝতে হবে SIR-এর পর ভোটার তালিকায় কাদের নাম থাকবে। তাঁদেরই নাম থাকবে, ২০২৫ ভোটার লিস্ট বেস ধরে যাঁদের বয়স ১৮, যাঁরা স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিক। এই ৩টি মাপকাঠিতে উত্তীর্ণ হলে তবেই ভোটার তালিকায় নাম থাকবে। আর এর বাইরে যারা আছেন, তাঁদের নাম থাকবে না। তিনি আরও ব্যাখ্যা করে বলেন, 'অর্থাৎ যাঁরা মৃত ভোটার, তাঁদের নাম বাদ যাবে। যাঁরা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন, তাঁদের নাম কাটা যাবে এবং বর্তমানে যেখানকার বাসিন্দা, সেখানে নাম উঠবে। সর্বোপরি যাঁদের কোনও নথি নেই এবং ভুলবশত তাঁদের নাম ভোটার তালিকায় ঢুকে গিয়েছে। তাঁদের নাম বাদ পড়বে।'
কমিশনকে এই ক্ষমতা দিয়েছে সংসদ, কমিশন আইন তৈরি করেনি। স্পষ্ট জানিয়েছেন বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। অরিন্দম নিয়োগী বলেন, 'কমিশন কনস্টিটিউশনাল বডি। কমিশন যে কোনও ধরনের অর্ডার দিতে পারে যা কাজ করার পক্ষে সহায়ক হয়।'
সেক্ষেত্রে কমিশনের নিয়ম অনুযায়ী কারা বাদ পড়তে পারেন?
> ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না
> ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে যারা ব্যর্থ হবেন
> ভোটার তালিকায় থাকা সব মৃত এবং বেআইনি ভোটার
> যারা রাজ্যের বাইরে চলে গিয়েছে অথচ দু'টি এপিক নম্বরের ভোটার কার্ড রয়েছে
> কারচুপি করে তোলা অবৈধ ভোটারের নাম
> অনুপ্রবেশকারী