Lakshmir Bhandar Payment: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে আজই, নবান্ন থেকে দেবেন মমতা

ষষ্ঠ দফার দুয়ারে সরকারে (Duare Sarkar) নাম তোলা মোট ৪০ লক্ষ ৯৪ হাজার উপভোক্তাকে পরিষেবা প্রদান করা হবে আজ। এর জন্য সরকারের খরচ হবে ৩২৭ কোটির বেশি টাকা।

Advertisement
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে আজই, নবান্ন থেকে দেবেন মমতাআজই লক্ষ্মীর ভাণ্ডার-সহ নানা প্রকল্পের টাকা ঢুকবে, নবান্ন থেকে পরিষেবা প্রদান করবেন মমতা
হাইলাইটস
  • মোট ৪০ লক্ষ ৯৪ হাজার উপভোক্তাকে পরিষেবা প্রদান করা হবে আজ
  • সরকারের খরচ হবে ৩২৭ কোটির বেশি টাকা

আজ নবান্ন সভাঘরে প্রশাসনিক অনুষ্ঠান থেকে নানা সামাজিক প্রকল্পের পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রত্যেকটি দফতরের  মন্ত্রী, সচিব ও জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও হবে। দুপুর ১টায় সেই অনুষ্ঠান রয়েছে। ষষ্ঠ দফার দুয়ারে সরকারে (Duare Sarkar) নাম তোলা মোট ৪০ লক্ষ ৯৪ হাজার উপভোক্তাকে পরিষেবা প্রদান করা হবে আজ। এর জন্য সরকারের খরচ হবে ৩২৭ কোটির বেশি টাকা। যে সমস্ত প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে সেই প্রকল্পগুলি হল-ঐকশ্রী, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা (Bina Mulya Samajik Suraksha Yojana), লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), বিধবা ভাতা, কৃযক বন্ধু (Krishak Bandhu), কন্যাশ্রী (Kanyashree), স্বাস্থ্যসাথী (Swasthya Sathi), খাদ্যসাথী ও অন্যান্য় প্রকল্প।

রাজ্যের নানা সামাজিক প্রকল্পের মধ্যে দারুণ জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আজই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। মোট ১০ লক্ষ ৮১ হাজার ৫৫৪ জন নতুন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পেও টাকা পেতে শুরু করবেন কৃষকরা। এই প্রকল্পে নতুন উপভোক্তার সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৮৪৬ জন। কন্য়াশ্রী প্রকল্পের সুবিধা পাবেন ১ লক্ষ ৫৯ হাজার ১৬২ জন। বিধবা ভাতা পাবেন ১ লক্ষ ১১ হাজার ৩৪৯ জন উপভোক্তা। সব থেকে বেশি ১০৬ লক্ষ ৪৬ হাজার ৬১৬ জন উপভোক্তা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা পাবেন। সব মিলিয়ে প্রায় ৪১ লক্ষ উপভোক্তাকে আজ পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Krishak Bandhu Payment Update: কালই ঢুকতে পারে কৃষক বন্ধুর টাকা, কৃষকরা পাবেন নতুন বছরের উপহার

রাজ্যে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার শিবির ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে পরিষেবা দেওয়ার কাজ। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে আরও মানুষকে যাতে সামাজিক পরিষেবার অধীনে আনা যায়, সেই কারণে দুয়ারে সরকারের মেয়াদ বৃদ্ধি করেছিল সরকার।

Advertisement

POST A COMMENT
Advertisement