টাকিতে বিজেপি রাজ্যসভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) অসুস্থতার ঘটনায় আজ অর্থাত্ সোমবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) সহ তিন আধিকারিক ও রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার সংসদে প্রিভিলেজ কমিটির সামনে হাজিরা দেওয়ার কথা। তবে সূত্রের খবর, আজ তাঁরা দিল্লিতে হাজিরা দিচ্ছেন না।
গত বুধবার সন্দেশখালিতে আন্দোলন করতে গিয়ে টাকিতে গাড়ির বনেট থেকে পড়ে গিয়ে চোট লাগে সুকান্তর। ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে যান বালুরঘাটের সাংসদ। ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনার বিবরণ জানিয়ে লোকসভার প্রিভিলেজ কমিটিকে চিঠি দেন সুকান্ত। চিঠি লিখে জানান লোকসভার স্পিকার ওম বিড়লাকেও। তাঁর অভিযোগ, সন্দেশখালির প্রতিবাদ করায় তাঁকে অন্যায় ভাবে হেনস্থা করেছে পুলিশ।
সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ ত্রিবেদী, বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে সোমবার বেলা সাড়ে দশটায় সংসদ ভবনে হাজির হতে বলা হয়।
জানা যাচ্ছে, রাজ্য প্রশাসনের তরফে লোকসভার স্পিকারকে চিঠি লিখে জানানো হয়েছে, মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে রাজ্যে। তাই এখনই দিল্লিতে হাজির হওয়া তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। দিন পিছনোর আর্জি জানানো হয়েছে।
সুকান্ত মজুমদারকে গত শনিবার অর্থাত্ ১৭ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। সুকান্তকে দেখতে ওই বেসরকারি হাসপাতালে যান মিঠুন চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়, দিলীপ ঘোষ।