Kolkata Metro: কাটল জট, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর কাজ শুরু হচ্ছে

শহরের আরও একটি মেট্রো প্রকল্প নিয়ে জট কাটল। বাস্তবায়িত হওয়ার পথে চিংড়িঘাটায় আটকে থাকা বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ। মনে করা হচ্ছে, নভেম্বর থেকেই পুনরায় শুরু হবে এই প্রকল্পের কাজ।

Advertisement
কাটল জট, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর কাজ শুরু হচ্ছেকাটল নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো জট

শহরের আরও একটি মেট্রো প্রকল্প নিয়ে জট কাটল। বাস্তবায়িত হওয়ার পথে  চিংড়িঘাটায় আটকে থাকা বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ।  মনে করা হচ্ছে, নভেম্বর থেকেই পুনরায়  শুরু হবে এই প্রকল্পের কাজ।

কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার মেট্রো ভবনে দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরে  জট কাটে বলে সূত্র মারফত  জানা যাচ্ছে। রাজ্য প্রশাসন, পুলিশ, কলকাতা পুরসভা এবং বিধাননগর কমিশনারেট এবং RVNL-এর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে শুক্র, শনি ও রবিবার ট্রাফিক ব্লক করে করা হবে মধ্যরাতে। ১৩ সেপ্টেম্বর এই কাজের ট্রায়াল সম্পন্ন করা হবে বলে খবর মিলছে। মেট্রো রেলের একজন কর্তা জানিয়েছেন, 'বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে এটি বিচারাধীন বিষয় হওয়ায় আমরা আরও বিস্তারিত জানাতে পারছি না।'  

সূত্রের খবর, ইএম বাইপাস লাগোয়া ওই এলাকায় ১৩ সেপ্টেম্বর একটি মহড়া দেওয়া হবে। তার পরে ১৪ থেকে ১৬ নভেম্বর এবং ২১ থেকে ২৩ নভেম্বর— দু’ধাপে এই ছ’দিনে তৈরি হবে ভায়াডাক্ট তৈরির কাজ। প্রসঙ্গত, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া–বিমানবন্দর) নির্মাণকাজ ফেব্রুয়ারি থেকে থমকে রয়েছে চিংড়িঘাটায়। অরেঞ্জ লাইনের ওই অংশে ৩৬৬ মিটার দীর্ঘ ভায়াডাক্ট তৈরি করা যায়নি কলকাতা মেট্রো এবং রাজ্য সরকার দু’পক্ষই নিজের নিজের অবস্থানে অনড় থাকার জন্য। এজন্যই চিংড়িঘাটা স্টেশনটি (গৌরকিশোর ঘোষ) তৈরির কাজও শেষ করা যায়নি বলে অভিযোগ উঠেছে। নির্মাতা সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) প্রতিনিধিদের সঙ্গে বার বার মতের অমিল হয়েছে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের  বিভিন্ন দফতরের।

তবে দুর্গাপুজো ও কালীপুজো পর্যন্ত ইএম বাইপাসে এমন কোনও কাজ করা হবে না, যার ফলে যান চলাচলে সমস্যা হতে পারে। তার জন্যই নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ইএম বাইপাসে পরিকল্পিত ভাবে ট্র্যাফিক ব্লক নিয়ে ভায়াডাক্ট তৈরির কাজ সেরে ফেলার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। কোন কোন জায়গায় ব্লক নেওয়া হবে এবং তার জন্য ইএম বাইপাসের যানবাহনকে কোন দিকে, কী ভাবে ঘুরিয়ে দেওয়া হবে, তার প্রাথমিক মহড়া শনিবার, ১৩ সেপ্টেম্বর দেওয়া হবে। সাত মাসের বেশি সময় ধরে থমকে থাকা কাজ নভেম্বরে শেষ হবে বলে সব পক্ষ আশা করছে। প্রসঙ্গত,  নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন চালু হলে শহরের দক্ষিণ থেকে উত্তর-পূর্বে পৌঁছনো অনেক সহজ হবে।

Advertisement

POST A COMMENT
Advertisement