ক্রিসমাসে কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণআজ ক্রিসমাস ইভ। এরপর রাত পোহালেই শহরে শুরু হবে যিশু উৎসব। ক্রিসমাসের দিন চিরাচরিত ভিড় চোখে পড়বে সেন্ট পলস ক্যাথিড্রাল এবং পার্ক স্ট্রিট চত্বরে। ইতিমধ্যেই আলোর মালায় সেজে উঠেছে এই সমস্ত রাস্তা। টুকটাক ভিড় জমাতেও শুরু করেছে শহরবাসী। তবে এই ভিড় উপচে পড়বে বৃহস্পতিবার। সন্ধ্যার পর থেকে পার্ক স্ট্রিটে প্রতিবারের মতো এবারও জনসুনামির আভাস রয়েছে। তাই আগেভাগেই যান চলাচল নিয়ন্ত্রণ করছে লালবাজার। জানানো হয়েছে, বৃহস্পতিবার দিনভর কোন কোন রুট দিয়ে গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞা জারি থাকবে।
একনজরে বড়দিনের ট্রাফিক আপডেট
বুধবার অর্থাৎ ক্রিসমাস ইভ থেকেই শহরে যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। এদিন বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল করতে পারবে না। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি বিবৃতিতে জানিয়েছেন এ কথা। কোন কোন রুটে বদল রয়েছে?
> বুধবার বিকেল ৪টে থেকে বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটের রাস্তায় গাড়ি চলবে না।
> এই সময়ের মধ্যে ময়দানমুখী রাস্তাতেও পণ্যবাহী গাড়ি চলাচল করবে না।
> উপরের দুই নিয়ম ফে বলবৎ হবে বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে। শুক্রবার কতক্ষণ এই নিয়ম কার্যকর থাকবে তা ঠিক করবেন ডিসি (ট্রাফিক)।
> এজেসি বসু রোড ধরে উত্তর দিকে যাওয়া, স্ট্র্যান্ড রোড ধরে পূর্ব দিকে যাওয়া, ধর্মতলা পেরিয়ে দক্ষিণ দিকে যাওয়া গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করা হবে। সেগুলিকে বিকল্প কোনও রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে।
> জওহরলাল নেহরু রোড এবং এজেসি বসু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিমে একমুখী গাড়ি চলবে শেক্সপিয়র সরণি ধরে।
> ওয়ান ওয়ে থাকবে হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব), মিডলটন স্ট্রিট (ক্যামাক স্ট্রিট এবং জে এল নেহরু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিম), লিটল রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর)।
> এছাড়াও বুধবার বিকেল থেকেই ওয়ান ওয়ে থাকবে ক্যামাক স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ, পার্ক স্ট্রিট এবং এজেসি বোস রোডের মাঝে)।
> রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যেতে পারবে না।
> পার্ক স্ট্রিট এবং রাসেল স্ট্রিট ক্রসিং থেকে রাসেল স্ট্রিটে উঠতে হলে ডান দিকে মোড় নেওয়া যাবে না।
> প্রয়োজন বুঝে এবং যানজটের চাপ থাকবে বুধবার যে কোনও সময় থেকেই ক্যাথিড্রাল রোডে গাড়ি চলাচল বন্ধ করা হতে পারে।
> বৃহস্পতিবার কেবল পূর্বমুখী গাড়িগুলিকেই হো-চি-মিন সরণি ধরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
> ২৫ ডিসেম্বর যান নিয়ন্ত্রণ করা হতে পারে শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, কিড স্ট্রিট এবং ফ্রি স্কুল স্ট্রিটে।
কোন কোন রাস্তা নো পার্কিং জোন?
> পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট, রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং উড স্ট্রিট।
> বড়দিনের জন্য ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানা, পরেশনাথ মন্দির, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, বিড়লা মন্দির, মিলেনিয়াম পার্ক এবং নিউ মার্কেট অঞ্চলে গাড়ি রাখার অনুমতি না-ও দিতে পারে ট্রাফিক পুলিশ।
নিরাপত্তায় মোড়া শহর
বড়দিনে পার্ক স্ট্রিটে ভিড় এবং যান চলাচল মসৃণ রাখতে ও সর্বোপরি নিরাপত্তা সুনিশ্চিত করতে অ্যাসিসট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিকেরা থাকবেন। সাদা পোশাকে পুলিশ, এসবি, মহিলা পুলিশ থাকবেন। গোটা পার্ক স্ট্রিট জুড়ে কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। ড্রোন, কুইক রেসপন্স টিম এবং অ্যাম্বুল্যান্স পরিষেবাও থাকবে। যারা হেঁটে পার্ক স্ট্রি ঘুরবেন তাঁরা এক দিক থেকে পার্ক স্ট্রিটে প্রবেশ করে সোজা অ্যালেন পার্ক পর্যন্ত যাবেন। সেখান থেকে আবার অন্য দিকে চলে যেতে পারবেন। এক জায়গায় ভিড় বা জমায়েত করা যাবে না।