কনস্টেবলের উর্দি চুরি করে তোলাবাজির অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কসবা এলাকায়। অভিযুক্ত যুবকের নাম নীরজ সিং। তিনি প্রগতি ময়দান থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। অভিযোগ, সেদিন সন্ধ্যায় কসবা থানা এলাকায় মদ্যপ অবস্থায় তোলাবাজি করছিলেন নীরজ। স্থানীয়রা তাঁকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে প্রশ্ন করেন। তখনই আগ্রাসী আচরণ করতে শুরু করেন ওই যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে এলাকার মানুষ ১০০ ডায়ালে ফোন করে পুলিশ ডাকেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কসবা থানার পুলিশ। তাঁরা গিয়ে ওই যুবককে জিজ্ঞাসা করেন, তিনি কোন থানার কনস্টেবল? তখনই স্পষ্ট হয়ে যায়, তিনি আদৌ কনস্টেবল নন। জানা যায়, সে আসলে সিভিক ভলান্টিয়ার, প্রগতি ময়দান থানায় কর্মরত।
পুলিশকর্মীদের সঙ্গে কাজের সুবাদে সিভিক ভলান্টিয়াররা অনেকেই পুলিশ বারাকে যান। নীরজেরও বারাকে যাতায়াত ছিল। সেখানে মদ্যপান করতেন। ঘটনার দিন সন্ধ্যাতও বসে মদের আসর। এরপর সেই সুযোগেই সম্ভবত তিনি কনস্টেবলদের উর্দি চুরি করেন। মদ্যপানের পর তিনি এক কনস্টেবলের উর্দি পরে বারাক থেকে বেরিয়ে আসেন। এরপর বাইক নিয়ে কসবা এলাকায় যান। পুলিশের পোশাক পরে তোলাবাজি করতে শুরু করেন বলে অভিযোগ।
পুলিশ জানায়, অভিযুক্ত নীরজ সিংয়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে উর্দি চুরির অভিযোগে আনা হয়েছে। তদন্ত চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশ মহলে ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে। সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।