Civic Volunteer Terminal Benefit: সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় খবর,আরও ২ লাখ টাকা বাড়ানো হল অবসরকালীন সুবিধা

সিভিক ভলান্টিয়ারদের জন্য ফের সুখবর। এবার তাদের টার্মিনাল বা অবসরকালীন সুবিধে বাড়ানো হয়। এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তা নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

Advertisement
সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় খবর,আরও ২ লাখ টাকা বাড়ানো হল অবসরকালীন সুবিধা civic volunteer
হাইলাইটস
  • সিভিক ভলান্টিয়ারদের জন্য ফের সুখবর
  • এবার তাদের টার্মিনাল বা অবসরকালীন সুবিধে বাড়ানো হয়

সিভিক ভলান্টিয়ারদের জন্য ফের সুখবর। এবার তাদের টার্মিনাল বা অবসরকালীন সুবিধে বাড়ানো হয়। এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তা নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। কয়েকদিন আগেই সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বাড়ল অবসরকালীন বেনেফিট। 

২৮ অগাস্ট অর্থাৎ বুধবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন। সেখানে জানানো হয়, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের অবসরকালীন সুবিধে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত ৩ লাখ টাকা দেওয়া ছিল। তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হল। আগামী ১লা এপ্রিল থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরির যে শর্ত রয়েছে সেই মোতাবেক এই টাকা অবসরকালীন সুবিধা হিসেবে পাওয়া যাবে। সিভিক ভলেন্টিয়ারদের এলিজিবিলিটি চেক করেই এই টাকা দিতে হবে। কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশকে এই মর্মে নির্দেশিকাও দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, এর আগে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়ানো হয়। গত ২১ অগাস্ট বিজ্ঞপ্তি জারি করে সেই বোনাস বৃদ্ধির ঘোষণা করে। ২০২৩-২৪ সালে ৭০০ টাকা করে বৃদ্ধি হয় সেই অ্যাড-হক বোনাস। এর আগে এই বোনাস ছিল ৫ হাজার ৩০০ টাকা। এবার থেকে সেই বোনাসই মিলবে ৬০০০ টাকা করে। 

যদিও এই ভাতা বাড়ানোর পরিকল্পনা আছে, তা আগেই জানা গিয়েছিল। এই দাবিও করা হয়েছিল অনেক আগে থেকেই। তবে এক লাফে ৪০ শতাংশ বাড়ানো হল সেই সুবিধা। নবান্নের তরফে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়ারদের টার্মিনাল বেনিফিট বাড়ানোর বিষয়টি অনেক দিন ধরে সরকারের বিবেচনায় ছিল। সেই লক্ষ্যে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ারই। তার নাম সঞ্জয় রায়। তার পলিগ্রাফ টেস্ট হয়েছে। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর সিবিআই এই মামলার তদন্তভার হাতে নিয়েছে। সঞ্জয়ের কাছে একাধিক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। ফলে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তারইমধ্যে সি্ভিক ভলান্টিয়ারদের অবসরকালীন সুবিধে বাড়ানোর ঘোষণা করল নবান্ন।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement