scorecardresearch
 

Mamata Attacks Modi : 'প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, I.N.D.I.A নামটি তাঁর খুব পছন্দ হয়েছে', কটাক্ষ মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেন। তার পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ছবি) মমতা বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ছবি)
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেন
  • তার পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেন। তার পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা বৈঠক চলে। আর সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদীকে। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। I.N.D.I.A নামটা ওঁর পছন্দ হয়েছে। সবাই বলছে তাই উনিও বলছেন। । যত খারাপ কথা বলবেন তত ভালো হবে। খেলার মাঠে যখন ইন্ডিয়া ইন্ডিয়া নামটা উচ্চারিত তখন হয় তখন কি মুজাহিদিনকে বোঝাো হয়? প্রধানমন্ত্রীর মুখে যতবার ইন্ডিয়া নামটি উচ্চারিত হবে ততবার প্রমাণিত হবে যে নামটি তাঁর পছন্দ হয়েছে।'  
  
তিনি আরও বলেন, 'I.N.D.I.A নামটাকে সাধারণ মানুষ গ্রহণ করেছেন। যখন ইন্ডিয়া টিম খেলতে নামে তখন ইন্ডিয়া ইন্ডিয়া উচ্চারিত হয়। তখন তো কেউ মুজাহিদিন বলে না। ওঁরা ইন্ডিয়া নামের সঙ্গে জুড়ে যত বাজে কথা বলবেন, তত মনে হবে নামটা ওঁদের পছন্দ হয়েছে।'

প্রসঙ্গত, জোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল, তখন তার নামেও India শব্দটি ছিল। একইভাবে ইন্ডিয়াতেও আসে ইন্ডিয়ান মুজাহিদিনের নামও। শুধু নামেই India রেখে কিছুই পাওয়া যায় না।'

আরও পড়ুন

আবার প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে কেন্দ্রীয় নেতা রবিশংকর প্রসাদ বলেন, 'বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, "ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো জঙ্গি সংগঠনেও INDIA রয়েছে। সেখান থেকেই নাম ধার করেছে বিরোধী শিবির। বিরোধীদের জোট দিশাহীন। এমন দিশাহীন বিরোধী জোট আগে দেখিনি।' 

সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন থেকে বেশ ফুরফুরে মেজাজে বের হন। বলেন, 'দুধ-চা খেয়েছি, বিস্কুট খাইনি।’ কী নিয়ে আলোচনা হয়েছে রাজ্যপালের সঙ্গে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানালেন, দু’টি বিল নিয়ে কথা হয়েছে রাজ্যপালের সঙ্গে। 

Advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিধানসভায় বিল প্রায় হাতে নেই। তবু বছরে কিছু দিন বিধানসভা করতেই হয়। রাজ্যপালকে বলে গেলাম দু’টি বিল হতে পারে। পাশ করানোর জন্য রাজ্যপালকে বলে গেলাম। যত ক্ষণ রাজ্যপাল পাশ না করছেন, আমরা বলি না। বিধানসভার কিছু সিক্রেসি রয়েছে।'

Advertisement