Arvind Kejriwal and Mamata Banerjeeদিল্লি আবগারি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) অন্তর্বর্তী জামিন মঞ্জুরকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। X হ্যান্ডেলে লিখলেন, 'বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে এটা খুবই সহায়ক হবে।' আজ অর্থাত্ শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ১ জুন পর্যন্ত জামিনে জেলের বাইরে থাকতে পারবেন কেজরিওয়াল।
জামিনে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়
কেজরিওয়াল জামিন পেতেই X হ্যান্ডেলে মমতা লিখলেন, 'অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেয়েছেন শুনে খুবই খুশি হলাম। বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে এটা খুবই সহায়ক হবে।' বস্তুত, INDIA নামক যে বিরোধী জোট তৈরি করা হয়েছে লোকসভা ভোটে, তার অন্যতম শরিক কেজরিওয়াল। কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রেফতার করা গণতন্ত্র বিরোধী বলেও দাবি করেছিলেন তিনি।
গত ২১ মার্চ গ্রেফতার করা হয়েছিল কেজরিওয়ালকে
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। পরবর্তীকালে আদালতের নির্দেশে তাঁকে তিহাড় জেলে স্থানান্তরিত করা হয়। এদিন সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের আইনজীবী ৪ জুন পর্যন্ত জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা খারিজ করে ১ জুন করে দেয়।
জামিনের বিরোধিতা করেছে ইডি
এবার সুপ্রিম কোর্টের অর্ডারের প্রতিলিপি রাউজ অ্যাভিনিউ কোর্টে পাঠানো হবে। চলতি লোকসভা নির্বাচনে তাঁকে প্রচার করতে দেওয়ার জন্য জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছিলেন কেজরিওয়াল। মঙ্গলবার হলফনামায় তার বিরোধিতা করেছিল ইডি। ইডি-র বক্তব্য, আইন সকলের জন্য এক। নির্বাচনে প্রচার করতে পারা মৌলিক, সাংবিধানিক এমনকি আইনি কোনও অধিকারের মধ্যে পড়ে না। কেজরিওয়ালের জামিনের আর্জির প্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ জানায়, দু’টো বিষয়কে সমান্তরাল করার চেষ্টা করব না। মার্চে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এটা আগে বা পরে করা হতে পারত। আর ২১ দিন পরে সেটা হলেও কিছু যেত আসত না। ২ জুন কেজরিওয়াল আত্মসমর্পণ করবেন।