Mamata Banerjee on Mahakal Temple: মহাকাল মন্দিরের শিলান্যাসও জানুয়ারিতেই, দুর্গা অঙ্গন মঞ্চে বড় ঘোষণা মমতার

গত অক্টোবরে উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিলিঙে দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার নিউটাউনে 'দুর্গা অঙ্গন'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেই মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনও ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন নতুন বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শিলান্যাস করবেন তিনি।

Advertisement
মহাকাল মন্দিরের শিলান্যাসও জানুয়ারিতেই, দুর্গা অঙ্গন মঞ্চে বড় ঘোষণা মমতারমহাকাল মন্দির নিয়ে বড় ঘোষণা মমতার

গত অক্টোবরে উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিলিঙে দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার নিউটাউনে 'দুর্গা অঙ্গন'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেই মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনও ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন নতুন বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শিলান্যাস করবেন তিনি।

নিউটাউন বাস স্ট্যান্ডের বিপরীতে অ্যাকশন এরিয়া–ওয়ানে তৈরি হচ্ছে  'দুর্গা অঙ্গন'।  এদিন শিলান্যাস করে এর বিশেষত্বের কথা সবিস্তারে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, আগামী ২ বছর অর্থাৎ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এই অঙ্গন তৈরির কাজ শেষ হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জগন্নাথ ধামে গতকাল এক কোটি দর্শনার্থী এসেছিলেন। 'দুর্গা অঙ্গন'-এও জমজমাট ভিড় হবে বলেই দাবি করেছেন তিনি। এদিন নিউটাউনে আরও বড় চমক ছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, 'জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস করা হবে।' 

উত্তরবঙ্গ সফরে গিয়ে নতুন মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মতো মাটিগাড়ায় মহাকাল মন্দির তৈরির জন্য আনুষ্ঠানিক ভাবে জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার। মোট ৫৪ বিঘা জমির উপর তৈরি হবে এই মহাকাল মন্দির। নির্মাণকাজও শুরু হবে তাড়াতাড়ি। এবার সেই মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনও ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


 

POST A COMMENT
Advertisement