Kolkata Rain Mamata: 'UP বিহারের জল বাংলায়... ফরাক্কায় ড্রেজিং হয় না,' জলমগ্ন কলকাতায় কেন্দ্রকে তোপ মমতার

CM Mamata on Kolkata Rain: রেকর্ড বৃষ্টি তো আছেই। তার পাশাপাশি একাধিক কারণ উল্লেখ করে জলমগ্ন পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন মমতা। মঙ্গলবার সন্ধ্যায় জেলার দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Advertisement
 'UP বিহারের জল বাংলায়... ফরাক্কায় ড্রেজিং হয় না,' জলমগ্ন কলকাতায় কেন্দ্রকে তোপ মমতারকালীঘাটে ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
হাইলাইটস
  • জলমগ্ন পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন মমতা।
  • মঙ্গলবার সন্ধ্যায় জেলার দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
  • কলকাতার জলমগ্ন পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তুলোধনায় নেমেছে বিরোধীরা।

CM Mamata on Kolkata Rain: রেকর্ড বৃষ্টি তো আছেই। তার পাশাপাশি একাধিক কারণ উল্লেখ করে জলমগ্ন পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন মমতা। মঙ্গলবার সন্ধ্যায় জেলার দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার আগে দুর্যোগ পরিস্থিতি নিয়ে বলেন, 'এই দুর্যোগ নিয়েও অনেকে উল্টোপাল্টা মন্তব্য করছেন, কোনও কোনও রাজনৈতিক দলের কেউ কেউ। তাঁদের আমি বলব, এগুলি করবেন না। অনেক মানুষ মারা গিয়েছেন দুর্যোগে। উত্তরপ্রদেশ ও বিহারেও দুর্যোগ হয়েছে। যে রাজ্যগুলির উপর দিয়ে গঙ্গা বয়ে যায়, সেখানে এমন দুর্যোগ বেশি হয়।'

'ফরাক্কায় ড্রেজিং হয় না'
মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আগেই বারবার বলেছি ফরাক্কায় ড্রেজিং হয় না। এই রেকর্ড বৃষ্টিতে জল বাড়িয়ে দিয়েছে। মহালয়ার সময় আপনারা জানেন যে হাই টাইড, ভরা জোয়ার, সেটা হওয়ার ফলে এই পরিস্থিতি।'

মুখ্যমন্ত্রীর কথায়, 'কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি। কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, উত্তরপ্রদেশের জল, উত্তরাখণ্ডের জল। ওদিকে ডিভিসি, এদিকে ফরাক্কা, পাঞ্চেত, ময়ূরাক্ষীর ড্রেজিংয়ের টাকা আমাদের দেওয়া হয়নি।'

কলকাতার জলমগ্ন পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তুলোধনায় নেমেছে বিরোধীরা। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁরা মানুষের পাশে না দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করছেন, এগুলো করবেন না। উত্তরাখণ্ডে যখন দুর্যোগ হল, দিল্লি যখন জলমগ্ন, মহারাষ্ট্র যখন জলমগ্ন আমরা বলতে পারতাম। কিন্তু জেনে রাখবেন ভদ্রতার একটা সীমা আছে। প্রকৃতি আমাদের হাতে নেই।'

বিরোধীদের উদ্দেশে পাল্টা প্রশ্ন করেন, 'আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং করান না কেন? পলিমাটি জমে গিয়ে বিহার উত্তরপ্রদেশের জল এখানে এসে গঙ্গা প্লাবিত হচ্ছে।' 

'দিনের পর দিন রাস্তায় জিনিস মেটিরিয়াল ফেলে রেখে দেয়'
মুখ্যমন্ত্রী বলেন, 'মেট্রোর কাজ করছে। এদিকে যারা রাস্তায় কাজ করে দিনের পর দিন রাস্তায় জিনিস মেটিরিয়াল ফেলে রেখে দেয়। NKDA আজ সকালেই ফোন করে জানাল, ওদের মেটিরিয়াল নালিতে পড়ে জমে গিয়েছে, জল বের হতে পারছে না। আপনারা দায়িত্ববান হন। এভাবে রাস্তায় মেটিরিয়াল ফেলে রাখবেন না।'

Advertisement

এদিন সকাল থেকেই জলমগ্ন কলকাতায় একের পর এক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর আসে থাকে। সেই প্রসঙ্গে মমতা বলেন, 'বিদ্যুত নেই। বিদ্যুতের জন্য ৮, ৯ জন মারা গিয়েছেন। সকালে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আমাদের কথা হয়েছে। এটা প্রাইভেট সেক্টর। বাম আমল থেকে আছে। তারগুলো ঠিক করুন। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে সাহায্য ও কাজের সুযোগ সরকার করবে।সিইএসিও দায়িত্ব অস্বীকার করতে পারে না। ৫ লক্ষ টাকা তাঁদের দেওয়া উচিত।'

মেট্রো রেলকে বার্তা
এরপরেই ফের মমতা বলেন, 'মেট্রো রেলকে বলব আপনাদের রাজারহাট নিউটাউনে যত মেটিরিয়াল পড়ে আছে সরানোর ব্যবস্থা করুন। ফরাক্কা ব্যারেজকে বলব আপনারা ড্রেজিং করান। বিহারে বন্যা হলে এখানে জল আসে। বিহার, উত্তরপ্রদেশ থেকে জল এসে... বাংলাটা নৌকার মতো।'

POST A COMMENT
Advertisement