রবিবার সারাদিনই চলবে না মেট্রো, কোন লাইনে?

সূত্রের খবর, রেল বোর্ডের চূড়ান্ত অনুমতি পেলেই চালু হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। ইতিমধ্যেই গ্রিন লাইনে 'আপ' ও 'ডাউন' লাইনের দিক নির্ধারণও সম্পূর্ণ হয়েছে, ভারতীয় রেলের প্রচলিত নিয়ম অনুসারে।

Advertisement
রবিবার সারাদিনই চলবে না মেট্রো, কোন লাইনে? রবিবার সারাদিনই চলবে না মেট্রো, কোন লাইনে?
হাইলাইটস
  • কিছু জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলবে
  • সেই কারণে সারাদিনই মেট্রো চলবে না বলে জানানো হয়েছে

রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন-২-এর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল। কলকাতা মেট্রো রেলের তরফে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কিছু জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলবে, সেই কারণে সারাদিনই মেট্রো চলবে না বলে জানানো হয়েছে। তবে, ওইদিন ব্লু লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।

ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা স্টেশনের মধ্যে ইতিমধ্য়েই ট্রায়াল রান হয়েছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত সুড়ঙ্গপথে ট্রেন চলাচল ও নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS) সুমিত সিঙ্ঘল ও তাঁর টিম। সোমবারই গ্রিন লাইনের জন্য মিলেছে প্রয়োজনীয় ছাড়পত্র। ফলে মেট্রো পরিষেবা চালুর আর বিশেষ কোনও বাধা রইল না। সূত্রের খবর, রেল বোর্ডের চূড়ান্ত অনুমতি পেলেই চালু হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। ইতিমধ্যেই গ্রিন লাইনে 'আপ' ও 'ডাউন' লাইনের দিক নির্ধারণও সম্পূর্ণ হয়েছে, ভারতীয় রেলের প্রচলিত নিয়ম অনুসারে।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন একাধিকবার বড় বিপর্যয়ের সাক্ষী থেকেছে কলকাতার বউবাজার এলাকা। সুড়ঙ্গ খননের কারণে ধস নামায় বহু মানুষ গৃহহারা হন, রাজনৈতিক বিতর্কও তুঙ্গে ওঠে। কাজ বাধাপ্রাপ্ত হওয়ায় দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মাঝের মেট্রো সংযোগ। ফলে এখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ দুই ভাগে আলাদা আলাদা মেট্রো চলছে।

POST A COMMENT
Advertisement