
ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠ নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তীব্র বিতর্ক। সেই অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে আরও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। ঠিক এমন সময় পালটা কর্মসূচি ঘোষণা করল প্রদেশ কংগ্রেস, ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, আগামী ২০ ডিসেম্বর দুপুর ১টা, রানি রাসমণি রোডে অনুষ্ঠিত হবে এই সংবিধান পাঠের কর্মসূচি। তাঁর কথায়, 'বহুত্ববাদের পক্ষে ‘বন্দে মাতরম’ গেয়ে শুরু হবে সংবিধান পাঠ। ভাষা, খাদ্য, পোশাক ও ধর্মের ভিত্তিতে দেশে বিভাজনের রাজনীতি যে ভয়াবহ মাত্রায় পৌঁছেছে, তার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি।'
শুভঙ্কর অভিযোগ করেন, ড. বি.আর. আম্বেদকর রচিত সংবিধানকে ‘রাষ্ট্রশক্তির মদতে পদদলিত’ করা হচ্ছে। আরএসএস-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন মনুবাদী ও সংকীর্ণ ভাবধারাকে সামনে এনে দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে।
কংগ্রেস জানিয়েছে, শুধু দলের কর্মী নয়, সাধারণ মানুষও ইচ্ছা করলে এই সংবিধান পাঠে অংশ নিতে পারবেন। পাশাপাশি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লিখে স্কুলে সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে কংগ্রেস। তাদের বক্তব্য, পঞ্চম শ্রেণি থেকেই সংবিধান শিক্ষা বাধ্যতামূলক করা হলে সমাজে বিভাজন কমবে, পরিবার ভাঙন কমবে, এবং অনেক নেতা-মন্ত্রী আর সংবিধানবিরোধী মন্তব্য করতে পারবেন না।