বাংলায় COVID আক্রান্ত কত? প্রথমবার দেশে ১ হাজার ছাড়িয়ে গেল

ফের ছড়াচ্ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে নতুন করে মাথাচাড়া দিয়েছে কোভিড ভাইরাস। এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক হাজার। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলায় কতজন সংক্রমিত?

Advertisement
বাংলায় COVID আক্রান্ত কত? প্রথমবার দেশে ১ হাজার ছাড়িয়ে গেল
হাইলাইটস
  • উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া সংক্রমণ
  • হাজার ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা
  • বাংলায় এই মুহূর্তে আক্রান্ত কত?

দেশজুড়ে হাজার ছাড়াল করোনায় আক্রান্তের সংখ্যা। আবারও ভয় ধরাচ্ছে কোভিড-১৯। ঢুকে পড়েছে নয়া দুই ভ্যারিয়েন্ট। রাজ্যে রাজ্যে বাড়ছে সংক্রমণ। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে বলছেন বিশেষজ্ঞরা। 

সংক্রমণ, লকডাউন, অক্সিজেনের অভাব, বেডের জন্য হাহাকার, প্রিয়জনের মৃত্যু... কয়েক বছরের বিভীষিকা এখনও তাড়া করে বেড়াচ্ছে দেশবাসীকে। কোভিড ভ্যাকসিন শরীরে ইমিউনিটি জোরদার করলেও কোথাও গিয়ে করোনা নিয়ে ভয় রয়েই গিয়েছে। তার মধ্যেই ফের একবার দেশে মাথাচাড়া দিচ্ছে করোনাভাইরাস। আক্রান্তের গ্রাফও ক্রমশই বাড়ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন মিউটেট হওয়া এই ভাইরাসের প্রাণঘাতী ক্ষমতা নেই বললেই চলে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে। সাবধানবাণী রয়েছে কোমর্ডি রোগী, প্রবীণ, অন্তঃসত্ত্বা এবং শিশুদের জন্য।

 

Coronavirus In India
দেশে কোথায় কত আক্রান্ত

১৯ মে থেকে ২৬ মে-র মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। রিপোর্ট প্রকাশ করে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯। সংক্রমণের হার সবথেকে বেশি কেরলে। ৪৩০ জন করোনা পজিটিভ সেখানে। মহারাষ্ট্র ২০৯, দিল্লি ১০৪, গুজরাত ৮৩ এবং  তামিলনাড়ুতে ৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় এখনও পর্যন্ত দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। বাংলাতেও ঢুকে পড়েছে করোনাভাইরাস। এ রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১২। 

 

Coronavirus Cases In India
দেশে বাড়ছে করোনা

ভারতে ইতিমধ্যেই থাবা বসিয়েছে করোনার দুই নয়া ভ্যারিয়ান্ট। জানা গিয়েছে, কোভিড-১৯ NB.1.8.1 ভ্যারিয়ান্টে আক্রান্ত ১ এবং LF.7 ভ্যারিয়ান্টে আক্রান্ত ৪ জনের হদিশ পাওয়া গিয়েছে দেশে। বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিয়ান SARS-COV-2 জিনোমিক্স কসোর্টিয়াম সংগঠন। এই সংস্থা ভাইরাসের জিনগত মিউটেশন নিয়ে পরীক্ষা চালায়। তবে এই দুই ভ্যারিয়ান্ট নিয়ে এখনই উদ্বেগের কোনও কারণ দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের SARS-COV-2 জিনোমিক্স কসোর্টিয়ামের পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলে তামিলনাড়ুতে NB.1.8.1 ভ্যারিয়ান্টে আক্রান্ত ১ জনের সন্ধান মিলেছিল। মে মাসে গুজরাটে ৪ জনের শরীরে বাসা বেঁধেছে LF.7। তবে ভারতে এখনও পর্যন্ত নতুন করে কোভিড আকান্তদের বেশিরভাগের শরীরেই থাবা বসিয়েছে JN.1 ভ্যারিয়ান্ট। ভারতের নানা রাজ্যের ল্যাবে পরীক্ষিত কোভিড রোগীদের মধ্যে ৫৩ শতাংশের নমুনায় JN.1 ভ্যারিয়ান্টের হদিশ মিলেছে। পাশাপাশি BA.2 ভ্যারিয়ান্ট পাওয়া গিয়েছে ২৬ শতাংশের নমুনায়। অন্যান্য ওমিক্রমের সাব ভ্যারিয়ান্টে আক্রান্ত ২০ শতাংশ। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement