Countdown 2026: বর্ষবরণের জন্য দুপুর থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণ, এক নজরে কলকাতা গাইড

নতুন বছরকে স্টাইল ও নিরাপত্তার সঙ্গে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা। শীতের আমেজে পার্টি, ভ্রমণ কিংবা ঘরে বসে উদযাপন, সব কিছুর জন্যই রয়েছে বিশেষ পরিকল্পনা। নববর্ষ উপলক্ষে যান চলাচল, মেট্রো পরিষেবা, পুলিশি নিরাপত্তা থেকে শুরু করে আবহাওয়া, সব তথ্য একসঙ্গে রইল।

Advertisement
বর্ষবরণের জন্য দুপুর থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণ, এক নজরে কলকাতা গাইডকলকাতার ক্রিসমাস।-সংগৃহীত ছবি
হাইলাইটস
  • নতুন বছরকে স্টাইল ও নিরাপত্তার সঙ্গে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা।
  • শীতের আমেজে পার্টি, ভ্রমণ কিংবা ঘরে বসে উদযাপন, সব কিছুর জন্যই রয়েছে বিশেষ পরিকল্পনা।

নতুন বছরকে স্টাইল ও নিরাপত্তার সঙ্গে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা। শীতের আমেজে পার্টি, ভ্রমণ কিংবা ঘরে বসে উদযাপন, সব কিছুর জন্যই রয়েছে বিশেষ পরিকল্পনা। নববর্ষ উপলক্ষে যান চলাচল, মেট্রো পরিষেবা, পুলিশি নিরাপত্তা থেকে শুরু করে আবহাওয়া, সব তথ্য একসঙ্গে রইল।

যান চলাচলে বিধিনিষেধ
৩১ ডিসেম্বর দুপুর ১টা থেকে ১ জানুয়ারি ভোর ৩টা পর্যন্ত
পার্ক স্ট্রিট: চৌরঙ্গী - পার্ক সার্কাস (একমুখী)

শেক্সপিয়ার সরণি: পার্ক সার্কাস - চৌরঙ্গী (একমুখী)
প্রয়োজনে হো চি মিন সরণি, মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, রাসেল স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটেও একমুখী যান চলাচল চালু হতে পারে।

ভিড়ের কথা মাথায় রেখে ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কালীঘাট, নিউ মার্কেট, মিলেনিয়াম পার্ক-সহ একাধিক এলাকায় অতিরিক্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

পার্কিং নিষেধাজ্ঞা
পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, উড স্ট্রিট, মিডলটন স্ট্রিট, রাসেল স্ট্রিট-সহ একাধিক রাস্তায় প্রয়োজনে পার্কিং নিষিদ্ধ থাকবে।

পুলিশি নিরাপত্তা
শহরজুড়ে প্রায় ৫,০০০ পুলিশ কর্মী মোতায়েন।
৫০টির বেশি স্থানে থাকবে পুলিশ সহায়তা বুথ ও নাকা চেকপোস্ট।

মদ্যপ অবস্থায় গাড়ি চালালে কড়া ব্যবস্থা
শহরজুড়ে চলবে এলোমেলো ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা
রক্তে অ্যালকোহলের মাত্রা ১০০ মিলিতে ৩০ মিলিগ্রামের বেশি হলে শাস্তিযোগ্য অপরাধ
শাস্তি: ৬ মাস পর্যন্ত জেল বা ২,০০০ টাকা জরিমানা
পুলিশের বার্তা স্পষ্ট, 'পান করে গাড়ি চালানো মানেই পার্টি বাতিল।'

সকালে হালকা কুয়াশা থাকলেও বিকেলের দিকে আকাশ পরিষ্কার থাকবে। নববর্ষের দিন সামান্য উষ্ণতা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে।

মেট্রো পরিষেবা
নববর্ষের রাতে ব্লু লাইনে চলবে ৪ জোড়া অতিরিক্ত মেট্রো।
সবুজ, হলুদ, বেগুনি ও কমলা লাইনে চলবে স্বাভাবিক পরিষেবা।

পার্টি জোন
পার্ক স্ট্রিট ও শহরের বিভিন্ন ক্লাব, বেঙ্গল ক্লাব, কলকাতা ক্লাব, টালিগঞ্জ ক্লাব, CC&FC, কলকাতা সুইমিং ক্লাব-সহ একাধিক স্থানে থাকছে বিশেষ নববর্ষের অনুষ্ঠান।

 

POST A COMMENT
Advertisement