Biman Basu Health Update: হাসপাতালে ভর্তি বিমান বসু, কেমন আছেন বর্ষীয়াণ বাম নেতা?

অসুস্থ বর্ষীয়ান বাম নেতা বিমান বসু। চিকিৎসকদের পরামর্শে ভর্তি করানো হয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। জানা যাচ্ছে, সম্প্রতি ঠান্ডা লাগে বিমান বসুর। তবে এর মধ্যেও মুজফ্ফর আহমেদ ভবনেই ছিলেন তিনি। তবে গতকাল শ্বাসকষ্ট শুরু হয় বর্ষীয়ান বাম নেতার। সঙ্গে জ্বরও আসে। ৮৪ বছর বয়সি বাম নেতাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন রাত প্রায় ৯টা।

Advertisement
 হাসপাতালে ভর্তি বিমান বসু, কেমন আছেন বর্ষীয়াণ বাম নেতা?জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বিমান বসু,

অসুস্থ বর্ষীয়ান বাম নেতা বিমান বসু। চিকিৎসকদের পরামর্শে ভর্তি করানো হয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। জানা যাচ্ছে, সম্প্রতি ঠান্ডা লাগে বিমান বসুর। তবে এর মধ্যেও মুজফ্ফর আহমেদ ভবনেই ছিলেন তিনি। তবে গতকাল শ্বাসকষ্ট শুরু হয় বর্ষীয়ান বাম নেতার। সঙ্গে জ্বরও আসে। ৮৪ বছর বয়সি বাম নেতাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন রাত প্রায় ৯টা।

 ঠিক কী হয়েছিল বর্ষীয়ান বাম নেতার?
 আলিমুদ্দিন সূত্রে খবর, দলের একগুচ্ছ কর্মসূচিতে তিনি দক্ষিন দিনাজপুর-মালদা গিয়েছিলেন। দুই জেলার কর্মসূচি সেরে কলকাতায় ফিরেছেন রাতের ট্রেনে। সারারাত্রি ট্রেনে আসার পর থেকে জ্বর আসে বর্ষীয়ান বাম নেতার। সোমবার সকাল থেকে শরীর খারাপ থাকায় চিকিৎসক দেখে যান তাঁকে। রক্ত-সহ বেশকিছু পরীক্ষা করানো হয়। প্রথমে তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি। তবে সর্দি-কাশী-শ্বাসকষ্ট-জ্বর নিয়ে অসুস্থ বোধ করায় সোমবার রাতে ৮৪ বছর বয়সী বর্ষীয়ান নেতাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাত ন'টা নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ঘনিষ্ঠসূত্রের খবর, সোমবারের থেকে কিছুটা ভাল রয়েছেন তিনি এখন। মঙ্গলবার দুপুরে চিকিৎসকরা তাঁকে দেখবেন, বেশকিছু পরীক্ষা করা হবে। 

এখন কেমন আছেন বিমান বসু
হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। কোনও সংক্রমণ থেকে জ্বর কি না, মঙ্গলবার তা পরীক্ষা করে দেখা হবে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা হবে। দুপুরে ডাক্তারেরা দেখবেন। তার পর কী ভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”  তবে আজ সকালে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, বন্ধু বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হওয়ার পর থেকেই শরীর ভাল যাচ্ছিল না বিমান বসুর। এরই মাঝে আবহাওয়া পরিবর্তনের আবহে ঠান্ডা লাগে তাঁর। সোমবার শ্বাসকষ্ট শুরু হয় বিমান বসুর। সঙ্গে জ্বরও আসে। ৮৪ বছর বয়সি বাম নেতাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন রাত প্রায় ৯টা। তবে আজ সকালে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বিমান বসু। এই আবহে আপতত জেনারেল বেডেই রাখা হয়েছে তাঁকে। 

Advertisement

POST A COMMENT
Advertisement