scorecardresearch
 

Tanmoy Bhttacharya: 'কোলে বসে পড়েন', CPI(M) নেতা তন্ময়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলা সাংবাদিকের

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। সাক্ষাৎকারের নামে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার কথা প্রকাশ্যে আনেন ওই মহিলা সাংবাদিক। সোশাল মিডিয়ায় গোটা বিষয়টা তুলে ধরে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন নিগৃহীতা সাংবাদিক।

Advertisement
Tanmay Bhattacharya Tanmay Bhattacharya

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। সাক্ষাৎকারের নামে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার কথা প্রকাশ্যে আনেন ওই মহিলা সাংবাদিক। সোশাল মিডিয়ায় গোটা বিষয়টা তুলে ধরে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন নিগৃহীতা সাংবাদিক। 

ডিজিটাল সংবাদমাধ্যমের  ওই মহিলা সাংবাদিক তাঁর লাইভ ভিডিওতে বলেন, 'আজ আমার সকালে অ্যাসাইনমেন্ট ছিল। চার বছর ধরে সাংবাদিকতা করছি। এমন ঘটনা আমার সঙ্গে হয়নি। আজ সকালে সিপিএম নেতার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। সেই মতো তাঁর কাছে যাই। এর আগেও ইয়ার্কির ছলে অনেক সময়ই উনি গায়ে হাত দিয়েছিলেন। হাতে হাত দিয়েছেন বা গায়ে হাত দিয়েছেন। কিন্তু আজ যখন আমার ক্যামেরা পার্সন ক্যামেরার ফ্রেম ঠিক করছিলেন তখন তন্ময়বাবু কোথায় বসব, কোথায় বসব বলে আমার কোলে বসে পড়েন। আমি বিষয়টাকে কোনও ভাবে কন্ট্রোল করে নিয়ে ইন্টারভিউ নিই। কারণ এটাই আমার কাজ। মানসিকভাবে এত ইরিটেশন হচ্ছিল যে আমি এক্সপ্লেইন করতে পারব না।' ওই লাইভে তিনি আরও বলেন, 'ইন্টারভিউ নেওয়ার আগে যখন উনি আমার কোলে বসে পড়েন আমি তখনই বলি, এরকম করবেন না। এগুলো আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেছেন আমি মানছি, কিন্তু এরকম আমার সঙ্গে করবেন না। তাও তিনি আমার কোলে বসে পড়েন। ক্যামেরাটা যদি তখন অন থাকত তাহলে ভাল হত।' সিপিএম এ ব্যাপারে কোনও পদক্ষেপ করবে কিনা সেই নিয়েও তিনি প্রশ্ন রাখেন। তবে তাঁর মতে এটা আসলে দলের ব্যাপার নয়। তিনি বলেন, 'সমাজে এরকম মানুষ থাকেই। যারা পোটেনশিয়াল রেপিস্ট হয়। সব পুরুষ এমন নয়। পুরুষ জাতের মধ্যে এরকম কিছু কীট থাকে।'

 ওই ফেসবুক লাইভ ইতিমধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছে সমাজমাধ্যমে, যার জেরে শোরগোল পড়ে গিয়েছে সিপিএমের অন্দরেও। মহিলা সাংবাদিকের ওই পোস্টটি শেয়ার করে ধিক্কার জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল নেতা দেবাংশুর কথায়, “তন্ময়বাবুকে সম্মান করতাম। মেয়েটি যখন এমন অভিযোগ করেছে সেটাও খতিয়ে দেখা দরকার।” এবিষয়ে তন্ময় ভট্টাচার্যের অবশ্য বক্তব্য, “একটা বাচ্চা মেয়ে। ওকে আমি মা বলে ডাকি। ও একথা বলবে ভাবতে পারছি না।”  বাম নেতা সংবাদ মাধ্যমকে বলেন, “আমি ওকে চিনি। একাধিকবার সাক্ষাৎকার নিয়েছে। বরাবরই ঠাট্টা করি। আজ দেখলাম লাইভে…কথা প্রসঙ্গ আমি ওর বাঁদিকের পায়ের উপর আঙুল রেখে বলেছি, এখানে? তাতে ও পোটেনশিয়াল রেপিস্ট বলে মন্তব্য করল। এত মানুষের সঙ্গে মিশি, এতজনের সঙ্গে ইয়ার্কি-ফাজলামি করি। কেউ কোনওদিন কিছু বলেনি।” তিনি আরও বলেন, “ওই মেয়েটিকে আমি মা বলে ডাকি। এমন কথা হতে পারে ভাবিনি।” 

আরও পড়ুন

Advertisement

এদিকে মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠায় তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে  সিপিএম। রবিবার সন্ধ্যায় ওই সিদ্ধান্তের কথা জানান দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি এ-ও জানান, তন্ময়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে দলে। যত দিন তদন্ত হবে, তত দিন সাসপেন্ড থাকবেন তন্ময় ভট্টাচার্য। পরে সেই তদন্ত কমিটি যে প্রস্তাব দেবে, সেই মতোই পদক্ষেপ করা হবে।
 

Advertisement