পশ্চিমবঙ্গ ও কলকাতার আবহাওয়াসপ্তাহের শুরুতেই দুর্যোগের পূর্বাভাস। কারণ, ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মন্থা স্থলভাগের দিকে এগিয়ে আসছে বলেই খবর। যার ফলে দক্ষিণভারতের ৪ রাজ্যে চরম দুর্যোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, মন্থার কারণে পশ্চিমবঙ্গেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথায় একটানা বৃষ্টি হতে পারে বলেও মনে করছে আবহাওয়া দফতর। তাই চলতি সপ্তাহে কোথায় কেমন আবহাওয়া থাকবে, সেটা দ্রুত জেনে নিন।
ঘূর্ণিঝড়ের কী খবর?
প্রতিদিনই ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দিচ্ছে হাওয়া অফিস। তাদের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপটি। সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার সকালে এটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তারপর সেটি উত্তর-পশ্চিম ও পরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মঙ্গলবার সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
তারপর মঙ্গলবার গভীর রাতে নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে আরও অগ্রসর হতে পারে। এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ উপকূলের মছলিপতনম ও কলিঙ্গপতনমের মধ্যে কাকিনাড়া অঞ্চলের কাছাকাছি অঞ্চল দিয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে তা স্থলভাগে ঢুকে পড়তে পারে।
কত জোরে বইতে পারে ঝড়?
যতদূর খবর, ল্যান্ডফলের সময় বাতাসের গতি থাকতে পারে প্রতি ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার ৷ আর কোনও কোনও ক্ষেত্রে তা পৌঁছে যেতে পারে ১১০ কিলোমিটারে।
বাংলায় এর কী প্রভাব পড়বে?
এই ঘূর্ণিঝড় বাংলায় প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারবে না বলেই আশা করছেন বিশেষজ্ঞরা। তবে এই কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। পাশাপাশি ৩৫ থেকে ৪৫ কিমি জোরে ঝোড়ো হাওয়া বওয়ার রয়েছে আশঙ্কা। যেই কারণে ২৮ থেকে ৩০ অক্টোবর সমুদ্রে যেতে মানা করা হয়েছে মৎস্যজীবীদের।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ সোমবার। এ দিন দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
যদিও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় জোর বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি এ দিন কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গে কী হতে পারে?
উত্তরবঙ্গে এখন খুব বেশি বৃষ্টির হওয়ার সম্ভবনা নেই বললেই চলে। তবে এই সপ্তাহে সেখানে কিছুটা বৃষ্টি হতে পারে।