West Bengal Weather Forecast: আজই ঘূর্ণিঝড় 'মন্থা'র ল্যান্ডফলের আশঙ্কা, কোন কোন জেলায় জারি হলুদ সতর্কতা?

দ্রুত উত্তর-পশ্চিম দিকে এগচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। আজ সকালেই এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার রয়েছে আশঙ্কা। তারপর রাতে এটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে। ল্যান্ড ফল হওয়ার সময় এর গতি থাকতে পারে ঘণ্টায় ১০০ কিমি।

Advertisement
আজই ঘূর্ণিঝড় 'মন্থা'র ল্যান্ডফলের আশঙ্কা, কোন কোন জেলায় জারি হলুদ সতর্কতা? রাতেই ঘূর্ণিঝড় 'মন্থা'র ল্যান্ডফলের আশঙ্কা
হাইলাইটস
  • দ্রুত উত্তর-পশ্চিম দিকে এগচ্ছে ঘূর্ণিঝড় মন্থা
  • আজ সকালেই এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার রয়েছে আশঙ্কা
  • এটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে

দ্রুত উত্তর-পশ্চিম দিকে এগচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। আজ সকালেই এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার রয়েছে আশঙ্কা। তারপর রাতে এটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে। ল্যান্ড ফল হওয়ার সময় এর গতি থাকতে পারে ঘণ্টায় ১০০ কিমি।

এই সাইক্লোনের প্রভাব কোথায় পড়বে বেশি?

এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় আঘাত আনবে না। আবহাওয়াবিদরা মনে করছেন, এটির সবথেকে বেশি প্রভাব দেখা যাবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, বিশাখাপত্তনম, মছলিপত্তনমের মতো জায়গায়।

এছাড়া ওড়িশার গোপালপুর ও তার আশপাশের জায়গায় সাইক্লোনের প্রভাব পড়তে পারে। যার ফলে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

ও দিকে আবার তামিলনাড়ুর উপকূলেও এই ঝড় নিয়ে অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি পুদুচেরিও একই পথে হেঁটে সতর্কতা জারি করেছে। সেখানে মৎস্যজীবীদের ২৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।

আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও আবহাওয়া খারাপ হওয়ার রয়েছে আশঙ্কা। এখন প্রশ্ন হল, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? আসুন জেনে নেওয়া যাক।

আজ হলুদ সতর্কতা জারি রয়েছে এই কয়েকটি জেলায়

আজ মঙ্গলবার, ২৮ অক্টোবর। আর এ দিন মন্থার জেরে বাংলার কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলি। এই সব জেলায় ভারী বৃষ্টির রয়েছে আশঙ্কা। শুধু তাই নয়, এই সব জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি।

তবে শুধু আজ নয়, মোটামুটি সারা সপ্তাহই সাইক্লোনের কিছুটা হলেও প্রভাব দেখা যাবে।

এই যেমন, আগামিকাল ২৯ অক্টোবরও হলুদ সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। এই সব জেলায় বৃষ্টিপাতের রয়েছে আশঙ্কা।

Advertisement

৩০ অক্টোবর ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এছাড়া ৩১ অক্টোবর শুক্রবার হলুদ সতর্কতা জারি থাকবে বীরভূম, মুর্শিদাবাম, নদিয়া ও দুই বর্ধমানে।

সপ্তাহ শেষে কমতে পারে বৃষ্টি

আবহাওয়াবিদদের মতে, উইকএন্ডে গিয়ে বৃষ্টির দাপট অনেকটাই কমে যেতে পারে। আবার রোদ ঝলমলে আকাশ দেখার রয়েছে সম্ভাবনা।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

যতদূর খবর, উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তাই আবহাওয়া বিভাগের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, কোচবিহার, আলিপুরদুয়ারে, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে।

POST A COMMENT
Advertisement