Cyclone Montha Update: ১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মন্থা', আগামী ৭ দিন বাংলায় ঝড়বৃষ্টির কী আপডেট?

সাইক্লোন মন্থা ক্রমশ এগোচ্ছে। আছড়ে পড়তে পারে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে। কোন কোন জেলায় কবে ভারী বৃষ্টিপাত? রইল লেটেস্ট ওয়েদার আপডেট

Advertisement
১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মন্থা', আগামী ৭ দিন বাংলায় ঝড়বৃষ্টির কী আপডেট? Cyclone Montha Weather Update
হাইলাইটস
  • সাইক্লোন মন্থা আছড়ে পড়তে পারে মঙ্গলেই
  • বাংলায় কী প্রভাব পড়বে
  • কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সক্রিয় ঘূর্ণিঝড় 'মন্থা' দ্রুত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ভারতীয় মৌসম বিভাগ (IMD) জানিয়েছে, গত ছয় ঘন্টায় ঝড়টি ১৫ কিলোমিটার বেগে এগিয়েছে। সোমবার সকালে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন,  ঝড়টি আগামী ১২ ঘন্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর জুড়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, তারপর উত্তর-উত্তর-পশ্চিম দিকে মোড় নেবে। ২৮ অক্টোবর সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।  মঙ্গলবার রাতে গভীর হবে ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময়ে তার গতিবেগ হবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর জেরে বাংলায় কেমন থাকবে আবহাওয়া? কোন কোন দিন কোন কোন জেলায় সতর্কতা জারি ঝড়বৃষ্টির? 

মঙ্গলবার, ২৮ অক্টোবর: হলুদ সতর্কতা জারি থাকবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, হুগলিতে। বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। চলবে ভারী বৃষ্টি। 

বুধবার, ২৯ অক্টোবর: ভারী বৃষ্টি এবং হলুদ সতর্কতা জারি থাকবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে। 

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর: হলুদ সতর্কতা এবং ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবংমুর্শিদাবাদে।

শুক্রবার, ৩১ অক্টোবর: হলুদ সতর্কতা এবং ভারী বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমানে। 

উইকএন্ড অর্থাৎ ১ এবং ২ নভেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। 

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং হলুদ সতর্কতা জারি থাকবে মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে। 

এই সাইক্লোনের প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, বিশাখাপত্তনম, মছলিপত্তনম। ওড়িশার গোপালপুরের আশপাশেও সাইক্লোনের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর চেন্নাই উপকূল থেকে এটি দূরে থাকলেও অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও হাই অ্যালার্ট জারি করা হয়েছে পুদুচেরিতেও। মৎস্যজীবীদের ২৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। 

 

 

POST A COMMENT
Advertisement