ডিএ মামলার নিস্পত্তি আজ মঙ্গলবারও হল না। ফের পিছিয়ে গেল রাজ্যের বকেয়া ডিএ মামলার শুনানি। মামলার পরবর্তী শুনানি ২৪ এপ্রিল।
সুপ্রিম কোর্টে সূত্রে খবর, অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজ আছে। একথা জানান মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও সঞ্জয় কুমার। সেই মামলার শুনানিতে অনেকটা সময় লাগবে। তখন সরকারি কর্মীদের পক্ষে সওয়াল করা আইনজীবী মীনাক্ষী আরোরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা আবেদন করেন মামলার রায় যেন আজই দেওয়া হয়। কারণ, লাখ লাখ সরকারি কর্মী এই মামলার দিকে তাকিয়ে আছে। তাঁদের ডিএ ভবিষ্যৎ নির্ভর করছে এই রায়ের উপর।
কিন্তু মাননীয় বিচারপতিরা সাফ জানান যে, আজ শুনানি সম্ভব নয়। ডিএ মামলার শুনানিতে সময় লাগতে পারে। অন্য একটি মামলাও রয়েছে। তাই আজ সম্ভব হবে না।
আরও পড়ুন : ডিএ আন্দোলন সরানোর দাবিতে হাইকোর্টে সেনা, এবার কী করবেন সরকারি কর্মীরা ?
তখন সরকারি কর্মচারী সংগঠনের তরফে যাঁরা আইনজীবী ছিলেন তাঁরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন, যেন অতি দ্রুত পরবর্তী দিন দেওয়া হয়। তখন মাননীয় বিচারপতিরা ২৪ এপ্রিল মামলার পরবর্তী দিন স্থির করেন।
প্রথম ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, পরবর্তীতে তা পিছিয়ে যায়। এর আগে ২১ মার্চ DA সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ১১ এপ্রিল দিনটি নির্ধারিত হয়। যদিও এদিনও মামলার শুনানি হয়নি।
AICPI অনুসারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই লড়ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। স্যাটের পর কলকাতা হাইকোর্টে ওঠে এই মামলা। গত বছর DA মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে গিয়েছিল রায়। তিন মাসের মধ্যে সরকারকে বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়। যদিও রাজ্য এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল। পরবর্তীতে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই নিয়ে ছয়বার সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে গেল।