DA Protest Latest News : নজিরবিহীন! KKR-এর ম্য়াচে ইডেনে বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভ

বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার ইডেন গার্ডেন্সেও উঠল বকেয়া ডিএ-এর দাবি। ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ক্রিকেটের নন্দনকাননে বিক্ষোভ দেখালেন।

Advertisement
নজিরবিহীন! KKR-এর ম্য়াচে ইডেনে বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভইডেনে প্রতিবাদ
হাইলাইটস
  • বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা
  • এবার ইডেন গার্ডেন্সেও উঠল বকেয়া ডিএ-এর দাবি

বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবার ইডেন গার্ডেন্সেও উঠল বকেয়া ডিএ-এর দাবি। ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ক্রিকেটের নন্দনকাননে বিক্ষোভ দেখালেন। তাঁদের দাবি, বকেয়া ডিএ মেটাতে হবে। সরকারি কর্মীদের  বঞ্চনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সামনে আসা ভিডিওতে দেখা যায়, ডিএ আন্দোলনকারীদের কারও কারও পরনে ছিল কেকেআরের জার্সি। গ্যালারিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ডিএ-র দাবি জানালেন তাঁরা। ডিএ-এর দাবিতে শহিদ মিনার ময়দানে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। গত শনিবার এই আন্দোলন ১০০ দিনে পড়েছে। সেই দিন, দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে মিছিল করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সেই মিছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে গিয়েছিল।  

আরও পড়ুন : পেনশনারদের বড় উপহার, মাত্র ৬ হাজার জমা দিলেই প্রতি মাসে মিলবে ৫০ হাজার টাকা

তবে কীভাবে এমন প্ল্যাকার্ড নিয়ে তাঁরা ইডেনে ঢুকলেন, তাই  নিয়েই উঠছে প্রশ্ন।  কীভাবে প্ল্যাকার্ড নিয়ে ঢুকলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা? কারণ, আইপিএল-এ কোনওরকম রাজনৈতিক প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে ঢোকা যায় না। তবে কীভাবে ঢুকলেন প্রতিবাদি যৌথ মঞ্চের সদস্যরা? তবে কি ইডেনে নিরাপত্তায় গলদ ছিল? যার সুযোগ নিয়েই এমন প্ল্যাকার্ড নিয়ে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা?  যদিও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের দাবি, তাঁরা এমন কিছু জিনিস নিয়ে যাননি, যা নিষিদ্ধ ছিল। শান্তিপূর্ণ ভাবেই নিজেদের দাবি জানিয়েছেন তাঁরা।

কেকেআর ম্যাচে বিক্ষোভ
কেকেআর ম্যাচে বিক্ষোভ

তবে বিতর্ক যাই থাক টানা আন্দোলন এবং সেই আন্দলনে নানা অভিনবত্বও নিয়ে এসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ডিএ মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। বকেয়া ডিএ-র দাবিতে এর আগে কর্মবিরতি পালন করেছেন সরকারি কর্মীদের একাংশ। আবার ‘ডিজিটাল অসহযোহিতা’র পথেও হেঁটেছিলেন তাঁরা। সেটাও ছিল অভিনব এক আন্দোলন। এ বার আইপিএল ম্যাচেও এ নিয়ে সরব হলেন তাঁরা। সোমবারের ম্যাচে ডিএ আন্দোলনকারীরা শুধু প্ল্যাকার্ড হাতে বিক্ষোভই দেখাননি।  নীতীশ রানাদের সমর্থনেও গলাও ফাটান তাঁরা।

Advertisement


 

POST A COMMENT
Advertisement