scorecardresearch
 

গাফিলতিতে মহিলা চিকিৎসকের মৃত্যু, কোটি টাকার বেশি জরিমানা কোঠারি হাসপাতালের

রোগী মৃত্যুর ঘটনায় বড় শাস্তির মুখে পড়ল কলকাতার বেসরকারি হাসপাতাল। ফের গাফিলতির অভিযোগে কাঠগড়ায় কোঠারি হাসপাতাল(Kothari Hospital)। এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত।

Advertisement
প্রতীকী ছবি। প্রতীকী ছবি।
হাইলাইটস
  • রোগী মৃত্যুর ঘটনায় বড় শাস্তির মুখে পড়ল কলকাতার বেসরকারি হাসপাতাল।
  • ফের গাফিলতির অভিযোগে কাঠগড়ায় কোঠারি হাসপাতাল(Kothari Hospital)।

রোগী মৃত্যুর ঘটনায় বড় শাস্তির মুখে পড়ল কলকাতার বেসরকারি হাসপাতাল। ফের গাফিলতির অভিযোগে কাঠগড়ায় কোঠারি হাসপাতাল(Kothari Hospital)। এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত। তবে আদালতের নির্দেশ নিয়ে হাসপাতার কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও রায়ের বিষয়ে তাঁরা বিস্তারিত কিছু জানেন না। 

জানা গেছে, এক মহিলা চিকিৎসক চিকিৎসাধীন ছিলেন কোঠারিতে। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। গাফিলতির অভিযোগ তুলে জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেছিল মৃতার পরিবার। জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত রায়ে ওই ক্ষতিপূরণ মেটানোর কথা বলেছে।

পাশাপাশি, মামলা চালানোর খরচ বাবদ আরও দু’লক্ষ টাকা দিতে হবে মৃতার পরিবারকে। আগামী ৬ মাসের মধ্যে এই টাকা মেটাতে হবে কোঠারি মেডিক্যাল সেন্টারকে। সেইসঙ্গে জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত রাজ্যের মুখ্যসচিবের উদ্দেশে বলেছে, কোঠারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো সব ঠিকঠাক রয়েছে কি না তা দেখে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।

বছরখানের আগেও কোঠারি হাসপাতালকে জরিমানা করা হয়েছিল। উল্লেখ্য, বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ নতুন নয়। সাম্প্রতিক অতীতেও একাধিক ঘটনায় শোরগোল পড়েছে৷ অ্যাপোলো, পিয়ারলেস, মেডিকার মতো নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসায় গাফিলতির জেরে মৃতের পরিবারের সদস্যরা দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রীর৷ এর জেরেই স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- 'যেটা ভুল, সেটা ভুলই,' দুর্নীতি-ইস্যুতে মমতার বার্তায় মুখ খুললেন দেব

 

Advertisement