Dengue in Kolkata: কলকাতায় নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২৮, বাড়ছে ম্যালেরিয়াও, ৭ এলাকায় অ্যালার্ট

কলকাতায় ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ৩ অগাস্ট পর্যন্ত যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২৫৫, সেখানে ২৪ অগাস্ট পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮০-র বেশি। শুধু গত ২১ দিনে নতুন করে ১২৮ জন রোগীর খবর মিলেছে। গত সপ্তাহেই আক্রান্ত হয়েছেন আরও ৪০ জন।

Advertisement
কলকাতায় নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২৮, বাড়ছে ম্যালেরিয়াও, ৭ এলাকায় অ্যালার্ট
হাইলাইটস
  • কলকাতায় ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ।
  • কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ৩ অগাস্ট পর্যন্ত যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২৫৫, সেখানে ২৪ অগাস্ট পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮০-র বেশি।

কলকাতায় ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ৩ অগাস্ট পর্যন্ত যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২৫৫, সেখানে ২৪ অগাস্ট পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮০-র বেশি। শুধু গত ২১ দিনে নতুন করে ১২৮ জন রোগীর খবর মিলেছে। গত সপ্তাহেই আক্রান্ত হয়েছেন আরও ৪০ জন।

তবে পুরসভার দাবি, বৃদ্ধির হার উদ্বেগজনক নয়, তবে সতর্ক থাকতে হবে। প্রতিবারই অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মধ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ে।

ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত
জানুয়ারি থেকে শহরের সাতটি ওয়ার্ডকে ডেঙ্গি-ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে পুরসভা। এর মধ্যে রয়েছে, বালিগঞ্জের সানি পার্ক ও কুইন্স পার্ক, লেক গার্ডেন, তপসিয়া, পিকনিক গার্ডেন, খিদিরপুর, যোধপুর পার্ক এবং ভবানীপুরের কিছু অংশ। তবে গত দু'সপ্তাহে নতুন করে কোনও এলাকা ঝুঁকিপূর্ণ তালিকায় যোগ হয়নি।
পুরসভার ভেক্টর কন্ট্রোল দলগুলিকে নির্মাণস্থল ও সম্ভাব্য মশার প্রজননের জায়গাগুলিতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সচেতনতা দলগুলিকে প্রত্যেক এলাকায় জল জমা প্রতিরোধ নিয়ে প্রচার চালাতে বলা হয়েছে।

মৃত্যুর ঘটনা
অগাস্ট মাসেই কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছে দু’জনের। ৯ অগাস্ট বালিগঞ্জ সানি পার্কের বাসিন্দা স্বরূপ মুখার্জি (৭৫) মারা যান। ১৪ অগাস্ট বেহালা পর্ণশ্রীর গাবতলা লেনের বাসিন্দা অরিজিৎ দাস (৩৫) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারান। এর আগে ২১ জুন, দমদম ক্যান্টনমেন্টের ১৩ বছরের কিশোরী সরোণী বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল ডেঙ্গিতে।

ম্যালেরিয়ার প্রভাবও বাড়ছে
ডেঙ্গির পাশাপাশি শহরে ম্যালেরিয়ার সংখ্যাও দ্রুত বাড়ছে। কেএমসি সূত্রে খবর, ২৪ অগাস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬০৫। ১০ অগাস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১,১৫৬, অর্থাৎ মাত্র ১৪ দিনে নতুন করে ৪৪৯ জন আক্রান্ত হয়েছেন।

 

POST A COMMENT
Advertisement