
কলকাতায় ফের ডেঙ্গির প্রকোপ বাড়ছে। কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে শহরে নতুন করে ৮৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। দুর্গাপুজোর পর থেকেই সংক্রমণ ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
এ বছর এখন পর্যন্ত মোট ১,০১৭ জন ডেঙ্গি রোগীর খবর পাওয়া গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২৬ জন বেশি। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের প্রায় ৭০ শতাংশই দক্ষিণ কলকাতার বাসিন্দা।
কেএমসি সূত্রে জানা গিয়েছে, ১১৪টি ওয়ার্ডের মধ্যে ৩৫টি ওয়ার্ডকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিলজলা, পাম অ্যাভিনিউ, মেফেয়ার রোড, বালিগঞ্জ পার্ক রোড, পণ্ডিতিয়া রোড, আহিরিপুকুর ফার্স্ট লেন, বেলতলা বস্তি এবং তপসিয়া এলাকার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চল।
পুরসভা সূত্রে খবর, 'কাপ, প্লেট বা নারকেলের খোসার মতো ছোট পাত্রে জমে থাকা জল এডিস এজিপ্টি মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। তাই স্থানীয়দের সচেতন থাকতে হবে।'
কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীরা নিয়মিত মশার প্রজননস্থল নষ্ট করতে এলাকায় এলাকায় পরিদর্শন চালাচ্ছেন। পাশাপাশি বাসিন্দাদের নিজের ঘরবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে আবেদন জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ায় আর্দ্রতা এবং সাম্প্রতিক বৃষ্টির কারণে মশার বংশবিস্তারে উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। সময়মতো পদক্ষেপ না নিলে সংক্রমণ আরও ছড়াতে পারে বলে আশঙ্কা।